শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো কানাডার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

- Advertisement -
স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডা কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন

গত ২৪ জুলাই রোববার স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডা কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২২। প্রতিবছরের মত এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই সুবিশাল আয়োজন। হাজারেরও অধিক অতিথির আগমনে সরগরম হয়ে উঠে থমসন মেমোরিয়াল পার্কের বিশাল এলাকা।

আয়োজনের একটি বড় আকর্ষণ ছিল ক্রীড়া প্রতিযোগিতা যার মধ্যে ছিল ছোটদের বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মিউজিকাল পিলো, পুরুষদের বল কিক প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন ইন্তিখাব চৌধুরী তুহিন , আহমেদ হোসেন লনী, মেহেদী শরীফ (মারুফ) আহমেদ জয়, রাসেল আহমেদ তানভীর রেজা চৌধুরী , কোহিনুর তানভীর, রিফাত নরীন, এবং এজাজ চৌধুরী ।

- Advertisement -

আমন্ত্রিত অতিথিদের জন্য যথারীতি সংগঠনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত এবং পরিবেশনা করা হয় হরেক রকম মজাদার খাবার-দাবার । আহমেদ হোসেন লনী, রাসেল আহমেদ, মেহেদী শরীফ (মারুফ) মনসুর আহমেদ এবং হাবীবুর রহমান চোধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই পর্বে সহযোগিতায় ছিলেন জাভেদ চৌধুরী, ফরিদুল চৌধুরী রাফে, ফয়জুল চৌধুরী, আব্দুল হামিদ , ইন্তিখাব চৌধুরী তুহিন, মকবুল হোসেন মন্জুর , ফারুক আহমেদ, আব্দুল সালাম, আলী হোসেন, এজাজ চৌধুরী , আমিনুল চৌধুরী বাবু , আরীফ আহমেদ সহ আরো অনেকে। তাদের অক্লান্ত পরিশ্রমে রাতভর তৈরী খাবার মেনুতে উল্ল্যেখযোগ্য ছিল চিকেন সাথে সাতকরা, ডাল দিয়ে খাসির মাংস ভুনা, পোলাও রাইস ও সালাদ এবং ছিল ঝালমুড়ি চানাচুর । এছাড়াও ছিল বিভিন্ন ধরনের স্নাক্স এবং কোমল পানীয়।

আয়োজনের বিষেশ আকর্ষণ রাফেল ড্র-তে প্রথম পুরুষ্কার হিসেবে ছিল টরোন্টো টু নিউ ইয়র্ক রিটার্ন টিকেট। এছাড়াও ছিল টি ইউ একাউন্টিং ও মাস্টার মাইনড টিউটোরিয়াল -এর সৌজন্যে ট্যাবলেট, জুবায়ের আহমেদ একাউন্টিং সৌজন্যে আইপোড, মকবুল হোসেন মন্জুর সৌজন্যে আই পি বক্স।
আয়োজনের শেষের দিকে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের আকর্ষণীয় পুরুস্কারে পুরস্কৃত করা হয়। অনেকটা উৎসব আর টান টান উত্তেজনায় রাফেল ড্র-এর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এবারের বনভোজন আয়োজনে স্পন্সর করেছেন ব্যারিস্টার রেজায়ান রহমান, রিয়েল এস্টেট সেলস রিপ্রেসেন্টেটিভ সাব্বির চৌধুরী (লিটন) রিয়েল এস্টেট সেলস মেহেদী শরীফ (মারুফ), ব্যারিস্টার আরিফ হোসেন, ইমিগ্রেশন কনসালটেন্ট এজাজ চৌধুরী, রিয়েল এস্টেট সেলস সুশীতল চৌধুরী, রিয়েল এস্টেট সেলস শান দে, রিপ্রেজেন্টেটিভ ব্রোকার অব রেকর্ড আজমল মিয়াঁ, মর্টগেজ এজেন্ট ইলিয়াছ খান, রিয়েল এস্টেট সেলস রিপ্রেসেন্টেটিভ হিশাম চিশতী, রিয়েল এস্টেট সেলস রিপ্রেসেন্টেটিভ বিবেক সেন, রিয়েল এস্টেট সেলস সারাওার আহমেদ, মর্টগেজ এজেন্ট নাবিলা সামাদ, অ্যাকাউন্টেন তপন মাহমুদ, অ্যাকাউন্টেন জুবায়ের আহমেদ, করিম ফার্নিচার, রিয়েল এস্টেট সেলস মোহাম্মদ মানিক, কনস্ট্রাকশন রিপায়ার বিশেষজ্ঞ মনসুর আহমেদ, রিয়েল এস্টেট সেলস মনির আহমেদ, রিয়েল এস্টেট সেলস এনামুল হক কাওসার , বিল্ডার জাভেদ চৌধুরী, রিয়েল এস্টেট সেলস রাহুল সোম, কনস্ট্রাকশন রিপেয়ার বিশেষজ্ঞ আবদুস সালাম, ব্যারিস্টার ওমর জাহীদ, রিয়েল এস্টেট সেলস অলরাউন্ডার চৌধুরী ও রিয়েল এস্টেট সেলস দেবব্রত দে তমাল।

বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বয়াক ফয়জুল চৌধুরী, সভাপতি দেবব্রত দে তমাল এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী (রনি) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক পরিচালনায় ছিলেন সহ আহ্বয়াক মেহেদী শরীফ (মারুফ), রাসেল আহমেদ, জুমেল চৌধুরী ও হাবিবুরা রহমান চৌধুরী (মারুফ) ।

এবারের আয়োজক কমিটির মধ্যে যারা ছিলেন :- ইন্তিখাব চৌধুরী তুহিন. আব্দুল হামিদ, আহমেদ হোসেন লনী, তানভীর রেজা চৌধুরী, আরীফ আহমেদ , জাকারিয়া চৌধুরী , সহ- আহ্বয়াক ফারুক আহমেদ, মেহেদী শরীফ মারুফ , রাসেল আহমেদ , ইভেন্ট ম্যানেজমেন্টঃ আহমেদ জয়, ফাইন্যান্স সেক্রেটারিঃ হাবিবুরা রহমান চৌধুরী (মারুফ) স্পোরটস সেক্রেটারিঃ এজাজ চৌধুরী, এন্টারটেইনমেন্টঃ মকবুল হোসেন মন্জু, ফুড এন্ড বেভারেজঃ মোহাম্মদ মনসুর আহমেদ , আব্দুল সালাম, আলী হোসেন , মাহী , লিমন ও আবু জহীর সাকীব ।
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো ২০২২-এর বার্ষিক বনভোজনকে সফল করার জন্য সকল জালালাবাদবাসীকে “বনভোজন আয়োজক কমিটি”র পক্ষ থেকে ধন্যবাদ । প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.