শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

গর্ভপাতে আর দরকার হবে না আল্ট্রাসাউন্ড সিস্টেম

- Advertisement -
আর কখনো মহিলাদেরকে আর গর্ভবস্থার পিস নেয়ার আগে ইচ্ছুক ব্যক্তিদের আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন পড়বেনা

কুইবেকের প্রাদেশিক চিকিৎসকরা বৃহস্পতিবার একটি আদেশ বিজ্ঞপ্তিতে বলেন যে আর কখনো মহিলাদেরকে আর গর্ভবস্থার পিস নেয়ার আগে ইচ্ছুক ব্যক্তিদের আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন পড়বেনা। কুইবেক কলেজ অব ফিজিশিয়ানদের সেই বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, আগে গর্ভকালীন বয়স আর গর্ভাবস্থা নিশ্চিত করতে আল্ট্রাসাউন্ডের প্রয়োজন ছিল। এই আদেশটি বৃহস্পতিবার তুলে নেয়া হয়েছে। সিদ্ধান্তটি ইউ.এস সুপ্রীম কোর্টের রো ভি. ওয়েড, দ্যা ল্যান্ডমার্ক ১৯৭৩ উঠিয়ে নেয়ার পরই আসে, যেখানে দেশজুড়ে গর্ভপাতকে বৈধতা দেয়া হয়। গত জানুয়ারী থেকেই গর্ভপাত, ঔষধের বিষয়ে বিশ্লেষণ এবং আল্ট্রাসাউন্ডের বিষয়টি নিয়ে কলেজটিতে যাচাই করা হচ্ছিল।

পাশাপাশি কিউবেকের ডাক্তারদের অ্যাবরশন প্র্যাকটিসের জন্য আলাদা ট্রেনিং না নিয়ে রিকমেন্ডেড গাইডলাইন এবং ক্লিনিক্যাল বিচার-বিশ্লেষণের মাধ্যমে কাজটি করতে পারবেন বলর জানানো হয়।

- Advertisement -

অর্ডারটির প্রেসিডেন্ট ডা. মরিল গড্রেল্ট বলেন, কলেজের কাজ ছিল জনগণের নিরাপত্তার পাশাপাশি তাদের কলেজের অর্ডারটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করার মাধ্যমে সমাজে বিপ্লব ঘটানোর দিকটি প্রতিফলিত করা।

কানাডাতে গর্ভপাতকে বৈধতা দান করা হয় ১৯৮৮ সালে সুপ্রীম কোর্টের আর. ভি. মর্গেনটেলার নিয়মের মাধ্যমে।
গর্ভপাত সংক্রান্ত ফৌজদারি কোডের বিধানটি ৭ ধারার সনদের অধীনে একটি নারীর জন্য “জীবন, স্বাধীনতা এবং ব্যক্তির নিরাপত্তা” লঙ্ঘন করছে। প্রধান বিচারপতি ব্রায়ান ডিকসন লিখেছেন, “একজন মহিলাকে ফৌজদারি আইনের হুমকি দিয়ে ভ্রূণ বহন করার জন্য বাধ্য করানো হলে এটি তার শরীরে গভীর হস্তক্ষেপ এবং একইভাবে ব্যক্তির নিরাপত্তাকে লঙ্ঘিত করেছে।

দক্ষিণ ডাকোটার গভর্ণর জুন ২৬, ২০২২-এ টেলিমেডিসিনের মাধ্যমে অ্যাবরশন এক্সেস বা পিল নেয়ার সমস্যাগুলো সম্পর্কে বলেছেন।
প্রো-অ্যাবরশন গ্রুপগুলো অনেক বছর ধরেই বাসায় নিরাপদ গর্ভপাতের জন্য কাজ করে যাচ্ছে। মিফগাইমিসো ব্র্যান্ডের মিফপ্রিস্টন এবং মিসোপ্রিস্টল ঔষধ দুটিকে একত্রে নেয়ার জন্য এক্ষেত্রে একসাথে প্যাক করা হয়। ২০১৫ সালে অনুমোদন দেয়া হলেও ২০১৭ সালের আগে ঔষধগুলো সহজলভ্য ছিল না।

বেশকিছু বাধা-নিষেধের মধ্যে এক্ষেত্রে অন্যতম হল দক্ষ চিকিৎসক দ্বারা পদক্ষেপ নেয়া। ২০১৯ সালে অ্যাকশন কানাডা ফর সেক্সুয়াল হেলথ এন্ড রাইটস পুরো কিউবেকে ৪৯ জনকে অ্যাবরশনের প্রদান করার জন্য অনুমোদিত করে। এটি ২১টি মেডিকেল প্রোভাইডার, ৪৪টি সার্জিক্যাল প্রোভাইডার, ছয়টি রুরাল প্রোভাইডার, ৪৩টি আরবান প্রোভাইডার এবং গর্ভকালীন সীমা ২৪ সপ্তাহ করে দেয়ার মাধ্যমে অনুমোদনটি দেয়।

দ্বিতীয় স্থানে আছে ওন্টারিও, যেখানে মোট ৩৮টি অনুমোদিত প্রোভাইডার আছে। এক্ষেত্রে প্রাদেশিক জনসংখ্যাও একটি ভূমিকা পালন করে থাকে। ২০২১ সালের আদমশুমারির হিসাবানুযায়ী, কুইবেকের জনসংখ্যা হচ্ছে ৮.৫ মিলিয়ন, যেখানে ওন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়ার জনসংখ্যা হচ্ছে যথাক্রমে ১৪.২ মিলিয়ন এবং ৫ মিলিয়ন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.