বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.6 C
Toronto

Latest Posts

ভিন্নধর্মী আয়োজনে দিসা ফেস্ট ২০২২

- Advertisement -
গত ১৭ জুলাই স্থানীয় ডেনটোনিয়া পার্কে অনুষ্ঠিত হয় DISA Fest-2

টরন্টোর স্টুডেন্টদের মাঝে বিরাজমান সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট সংগঠন DISA কাজ করে যাচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। DISA প্রতিষ্ঠিত হয় ২০২১ এর জানুয়ারি মাসে। এবং এতো কম সময়ে সংগঠনটি এতো জনপ্রিয়তা পেয়েছে তাদের প্রপার কাজের কারণে।

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানসিক সাপোর্ট, নেটওয়ার্কিং বিল্ডিং, ফাইনেন্সিয়াল সাপোর্ট এবং আরও অনেক কাজের সাপোর্ট দিয়ে সবার মাঝে স্থান করে নিয়েছেন সংগঠনটি। গত ১৭ জুলাই স্থানীয় ডেনটোনিয়া পার্কে অনুষ্ঠিত হয় DISA Fest-2 । জাকজমকপূর্ণ এই আয়োজনে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উপস্থিত ছিলো। প্রতিষ্ঠানটির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট শাকিল আহমেদ, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আশফাক, জয়েন সেক্রেটারি শরিফ এবং ভাইস প্রেসিডেন্ট জায়েদ অন্যান্য সদস্যদের নিয়ে আয়োজন করে এই DISA Fest2. এই আয়োজনে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

তাদের মধ্যে অন্যতম সালমা জাহিদ এমপি, এনআরবি টিভির সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, এনআরবি টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম মিয়া, রিয়েলটর মনির ইসলাম, আজাদ বিল্ডারস এর আবুল আজাদ, আলোকধারা মিলি, মিথিলা রাহমান নিলা, আজম মিয়া, ফরহাদ আহমেদ মিশু, মোহাম্মদ জিলানি, নওশের আলী, আলি তালুকদার, মহসিন ভূইয়া এবং আরও অনেকে! আয়োজনে ছিলো ফুড, স্পীচ, গেইমস, মিউজিক এবং প্রাইজ। প্রতি বছর এমন DISA Fest করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এই আয়োজনটি ব্যাপক প্রশংসিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.