রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.1 C
Toronto

Latest Posts

বাজেটের আগে ট্রুডো সরকারের কাছে যা চান ডগ ফোর্ড

- Advertisement -
শত শত কোটি ডলারের বিনিয়োগ চেয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এ সপ্তাহের গোড়ার দিকে চিঠি লিখেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

শত শত কোটি ডলারের বিনিয়োগ চেয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এ সপ্তাহের গোড়ার দিকে চিঠি লিখেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। উভয় সরকারই যখন ২০২৪ সালের বাজেট নিয়ে কাজ করছে ঠিক সেই সময় এই চিঠি লিখলেন ফোর্ড।

১৪ মার্চ পাঠানো চিঠিতে ফোর্ড বাড়তি অগ্রাধিকারগুলোর একটি রূপরেখা উল্লেখ করেছেন, যেখানে তিনি আর্থিক প্রতিশ্রুতি অথবা আইনি পরিবর্তনের ব্যাপারে আশার কথা জানিয়েছেন।

- Advertisement -

ছয় পৃষ্ঠার চিঠিতে বড় চাওয়া হচ্ছে অবকাঠামো বিশেষ করে সড়ক, মহাসড়ক ও গণপরিবহন প্রকল্পে তহবিল জোগান। গো ট্রানজিটকে মিল্টন লাইন পর্যন্ত সম্প্রসারণে ৬০০ কোটি ডলারের বেশি খরচ হবে বলে সরকার হিসাব করেছে।

প্রিমিয়ার লিখেছেন, গুরুত্বপূর্ণ এই ট্রানজিট লাইন সম্প্রসারণে মোট ব্যয়ের অন্তত অর্ধেক ফেডারেল সরকারের কাছ থেকে প্রত্যাশা করছি। প্রকল্পটি হলে পিল ও হল্টন রিজিয়নের বিপুল সংখ্যক মানুষ তার সুবিধাভোগী হবে।

পরিবেশগত মূল্যায়নের প্রয়োজনীয়তা ছাড়াই হাইওয়ে ৪১৩ এর কাজ এগিয়ে নেওয়ার সুযোগ দিতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান অব্যাহত রেখেছে প্রদেশ। প্রিমিয়ার তার চিঠিতে এ ব্যাপারে লিখেছেন, যেখানে ফেডারেল এখতিয়ার প্রযোজ্য অন্টারিও চায় সেখানে নতুন সড়ক, মহাসড়ক ও গণপরিবহন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া নিশ্চিত করুক আইন ও নীতিমালা। অতি প্রয়োজনীয় এসব প্রকল্প তৈরিতে অন্টারিওর সামর্থ্য যেনো কমিয়ে দেওয়া না হয়। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অন্টারিও চলমান আইনি চ্যালেঞ্জ অব্যাহত রাখবে।

কার্বন ট্যাক্স বাতিল বা স্থগিত করার আহ্বান যে ডগ ফোর্ড আবারও তুলে ধরবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। এই নীতি ব্যাপারে তার বিরোধিতা নিয়ে কয়েক বছর ধরেই উচ্চকণ্ঠ তিনি। এ মাসের গোড়ার দিকে তিনি ফেডারেল সরকারের প্রতি কার্বন ট্যাক্স বাতিল করার আহ্বান জানান। তিনি বলেন, যা কিছু হয় করুন। যদি তা না করেন তাহলে আসছে নির্বাচনে কানাডিয়ানরা আপনাকে হাপিস করে দেবে। বিষয়টি একদম সরল।

পাশাপাশি রিং অব ফায়ার রিজিয়নে সড়ক নির্মাণে ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতিও ফেডারেল সরকারের কাছে চেয়েছেন ফোর্ড। ২৬ মার্চ বাজেট পেশ করতে যাচ্ছে অন্টারিও। ফেডারেল সরকার তাদের বাজেট উপস্থাপন করবে ১৬ এপ্রিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.