শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

বিশ্বে তৃতীয় সেরা টরন্টো জেনারেল হসপিটাল

- Advertisement -
বিজনেস উইক ম্যাগাজিনের বার্ষিক তালিকায় বিশ্বের তৃতীয় সেরা হাসলপাতাল হিসেবে জায়গা পেয়েছে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের (ইউএইচএন) টরন্টো জেনারেল হসপিটাল

বিজনেস উইক ম্যাগাজিনের বার্ষিক তালিকায় বিশ্বের তৃতীয় সেরা হাসলপাতাল হিসেবে জায়গা পেয়েছে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের (ইউএইচএন) টরন্টো জেনারেল হসপিটাল। ৩০টি দেশের ২ হাজার ৪০০ হাসপাতালের উপাত্ত বিশ্লেষণ করে তালিকাটি করা হয়েছে।

রোগী সন্তুষ্টি সমীক্ষার পাশাপাশি চিকিৎসক-রোগী ও নার্স-রোগী অনুপাতের মতো হাসপাতালের মান সম্পর্কিত বিভিন্ন মানদ-ের ভিত্তিতে র‌্যাংকিংটি করেছে নিউজউইক। অনলাইন সমীক্ষায় ৮০ হাজারের বেশি স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছেও প্রশ্ন করা হয়েছিল।

- Advertisement -

ম্যাগাজিনটি বলেছে, র‌্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা হাসপাতালগুলো জীবনরক্ষাকারী মেডিকেল ডিসকভারির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অগ্রদূত। এটাই তাদেরকে সেরাদের সেরায় পরিণত করেছে।

টরন্টো জেনারেল হসপিটাল কানাডার একমাত্র হাসপাতাল হিসেবে তালিকায় স্থান পেয়েছে। আগের ছয় বছরও প্রতিবারই তালিকায় স্থাপন করে নিয়েছে হাসপাতালটি। নিউজউইক হাসপাতালটির ২০০ বছরের ইতিহাসকে বিশেষভাবে উল্লেখ করেছে। সেই সঙ্গে এটা উত্তর আমেরিকার সর্ববৃহৎ অঙ্গ প্রতিস্থাপন সেন্টার। প্রথম সফল সিঙ্গেল ও ডাবল ফুসফুস প্রতিস্থাপনও করেছে তারাই।

নিউজউইকের সেরা হাসপাতালের তালিকায় প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক। এর পরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক। আর তৃতীয় স্থানে রয়েছে কানাডার টরন্টো জেনারেল হাসপাতাল। শীর্ষ দশে থাকা অন্য হাসপাতালগুলো হলো যথাক্রমে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালস, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, জার্মানির চ্যারিটে, সুইডেনের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল, ফ্রান্সের হসপিটাল ইউনিভার্সিটেয়ার পিটি সালপেট্রিয়েরে, ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টার এবং সুইজারল্যান্ডের ইউনিভার্সিটাটসপিটাল জুরিখ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.