বৃহস্পতিবার, মে ২, ২০২৪
16 C
Toronto

Latest Posts

পুতিনের প্রোপাগান্ডার ফাঁদে পা দেবে না কানাডিয়ানরা: ট্রুডো

- Advertisement -

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের প্রোপাগান্ডার ফাঁদে কানাডিয়ানরা পা না দেওয়ার মতো যথেষ্ট চৌকস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের প্রোপাগান্ডার ফাঁদে কানাডিয়ানরা পা না দেওয়ার মতো যথেষ্ট চৌকস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টাকার কার্লসনকে দেওয়া পুতিনের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়ে প্রশ্ন করা হলে ৯ ফেব্রুয়ারি এই মন্তব্য করেন তিনি।

পার্লামেন্ট হিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশ নেওয়াকে নিয়ে উপহাস করেন পুতিন। ওই অনুষ্ঠানে নাৎসিদের সঙ্গে সংশ্লিষ্ট এক ভেটেরানও অংশ নেন।

- Advertisement -

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসএস ইউনিটের হয়ে যুদ্ধ করা ইউক্রেনীয় বংশোদ্ভূত কানাডিয়ান ইয়ারোস্লাভ হাঙ্কাকে পার্লামেন্টে আমন্ত্রণ এবং এরপর দাঁড়িয়ে তাকে সম্মান জানানোর ঘটনায় আন্তর্জাতিক খবরের শিরোনাম হয় কানাডা।

এ ব্যাপারে ৮ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে পুতিন বলেন, কানাডার পুরো পার্লামেন্টসহ ইউক্রেনের প্রেসিডেন্ট ওই ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং তার প্রশংসা করেন। তিনি ইউক্রেনে হামলা চালিয়েছেন নব্য নাৎসিদের পরাজিত করতে। তবে পশ্চিমা দেশগুলো একে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে।

৯ ফেব্রুয়ারি ট্রুডো সাংবাদিকদের বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধের ন্যায্যতা দিতে পুতিন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি আপনাদের বলছি কানাডিয়ানরা বোকা হবে না। কানাডা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমরা ইউক্রেনের বন্ধু কেবল এই কারণে নয়। বরং আইনের শাসন ও আইন ব্যবস্থা এবং ইউএন চার্টারকে সমুন্নত রাখতে, যা কেবল ইউক্রেনীয়দের নয়, আমাদের সবাইকে সুরক্ষা দিয়ে থাকে।

তার সরকার ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়ান প্রোপাগান্ডা জনমত প্রভাবিত করার চেষ্টা করছে এবং বিভিন্ন বিষয়কে বিকৃত করার চেষ্টা করছে।

ইউক্রেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদের বিপক্ষে ভোট দেওয়ায় কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের সমালোচনা করে আসছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.