বৃহস্পতিবার, মে ২, ২০২৪
18.4 C
Toronto

Latest Posts

কুইবেকে ফেন্টানাইলের চেয়ে ২৫ গুন শক্তির ওপিয়ড শনাক্ত

- Advertisement -
কুইবেক সিটি অঞ্চলে ফেন্টানাইলের চেয়ে ২৫ গুন শক্তির এক ধরনের সিন্থেটিক ওপিয়ড শনাক্ত করেছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা

কুইবেক সিটি অঞ্চলে ফেন্টানাইলের চেয়ে ২৫ গুন শক্তির এক ধরনের সিন্থেটিক ওপিয়ড শনাক্ত করেছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা। নীল ট্যাবলেটে ভয়ঙ্কর এই যৌগটি প্রেসক্রিপশন ওপিয়ডের মতোই।

কুইবেক সিটি রিজিয়নাল জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় বলেছে, প্রোটোনাইটাজেপিন নামের যৌগটির ওভারডোজের বড় ধরনের ঝুঁকি রয়েছে, যা কাটাতে জীবন রক্ষাকারী বেশ কয়েক ডোজ ন্যালোক্সোনের প্রয়োজন।

- Advertisement -

২০২৩ সালে হেলথ কানাডা এটি শনাক্ত করে এবং এ বছরের শেষ দিকে ২৫টি ড্রাগের নমুনায় এটি ইতিবাচকভাবে শনাক্ত করতে যাচ্ছে। কুইবেক সিটি অঞ্চলে কর্মরত জনস্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, ২০২৪ সালের শুরু থেকেই মন্ট্রিয়ল এলাকায় এটি ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে।

প্রোটোনাইটাজেপিন ট্যাবলেট সংশ্লিষ্ট কোনো ওভারডোজের কুইবেক সিটি অঞ্চলে এখনো পাওয়া যায়নি। তবে এটা সত্যিই বড় ধরনের হুমকি তৈরি করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কুইবেক সিটি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের ডা. অ্যানি-ফ্রেডেরিক ল্যাম্বার্ট-স্লাইদ এক সাক্ষাৎকারে বলেন, সম্ভাবনার কথা বিবেচনায় নিলে এটা পরিস্কার যে, এটা ট্যাবলেটে রয়েছে এবং যারা এসব ট্যাবলেট সেবন করবে তাদের মধ্যে ওভারডোজের ঝুঁকি খুব বেশি।

কর্মকর্তারা আরও সতর্ক করে বলেন, ফেন্টানাইল শনাক্তের যে টেস্ট স্ট্রিপ তাতে প্রোটোনাইটাজেপিনের উপস্থিতি ধরা পড়ে না।

কুইবেক সিটি জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সাবস্ট্যান্স গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে হাতের কাছে ন্যালোক্সোন রাখতে বলা হয়েছে। ফার্মেসিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.