বৃহস্পতিবার, মে ২, ২০২৪
18.4 C
Toronto

Latest Posts

কানাডিয়ানদের শয়নকক্ষের কর্মকান্ড নিয়ে বই

- Advertisement -
ফেটনার ২০১৮ সালে দুই হাজারের বেশি কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের তাদের যৌন কর্মকা-, মতামত ও পরিচয় নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়

টিনা ফেটনার যখন যৌন কর্মকান্ড নিয়ে উপাত্ত তুলে ধরেন তা নিয়ে কিছুদিন আগ পর্যন্ত ম্যাকমাস্টার ইউনিভার্সিটির তার শিক্ষার্থীরা সন্দিহান ছিলেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষকরা আমেরিকানদের যৌন জীবন সমীক্ষা পরিচালনা করলেও ফেটনারের শিক্ষার্থীরা কানাডার উপাত্ত দেখতে চেয়েছিলেন। কিন্তু সেটির আদতে কোনো অস্তিত্ব ছিল না।

ফেটনার বলেন, তাদের সামনে যুক্তরাষ্ট্রের উপাত্ত উপস্থাপনের সঙ্গে সঙ্গে তারা এটা আমাদের নয়।
ফেটনারকেও বিষয়টি বিরক্ত করে। তার গবেষণার বিষয় মূলত যৌনতা ও সামজিক পরিবর্তন। কিন্তু তার আমেরিকান বন্ধুরা যেমনটা পেয়েছেন একই রকমভাবে তথ্যের সুযোগ তিনি পাচ্ছিলেন না।
ফেটনার বলেন, আমার কাছে মনে হলো, কেন কানাডায় এটা নেই? তারপর কিছুক্ষণ ভাবলাম। আমি একজন গবেষককে চিনি। আমি এটা করতে পারব।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের যৌন স্বাস্থ্য ও আচরণ নিয়ে জাতীয় সমীক্ষার পর সৃষ্ট মডেলের ভিত্তিতে তার সমীক্ষার ফলাফলের বিস্তারিত আছে ‘সেক্স ইন কানাডা: দ্য হু, হোয়াই, হোয়েন অ্যান্ড হাউ অব গেটিং ডাউন আপ নর্থ’-এ। এটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া প্রেস।

ফেটনার ২০১৮ সালে দুই হাজারের বেশি কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের তাদের যৌন কর্মকা-, মতামত ও পরিচয় নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়। এর মধ্যে ছিল তারা কখনো ভাইব্রেটর ব্যবহার বা অ্যানাল সেক্স করেন কিনা। সর্বশেষ যৌনকর্মে তাদের অর্গাজম হয়েছিল কিনা ইত্যাদি।

ফেটনারের ধারণা ছিল মহামরির পর থেকে মানুষের যৌন জীবনের কিছুটা বিবর্তন ঘটেছে। ভার্চুয়াল সেক্সের কথাই ধরা যাক। ২০২০ সালের আগে কানাডিয়ানরা সেক্সটিং বা ফোন সেক্সের ওপর নির্ভরশীল ছিলেন না। তাতে কোনো পরিবর্তন এসেছে কিনা এই প্রশ্ন ছিল।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, একজন মানুষ কতটা যৌন মিলন করে তার সবচেয়ে বড় নির্ধারক হচ্ছে পার্টনারের সঙ্গে তারা বাস করেন কিনা সেটি।

ফেটনার বলেন, অনেকেই হয়তো বলে থাকবেন যে, সিঙ্গেল মানুষ বেশি যৌন সক্রিয়। বিবাহ যৌন আকাক্সক্ষা কমিয়ে দেয়। আপনি ক্লান্ত হয়ে পড়েন, আপনি বিরক্ত হন, সন্তানদের নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু প্রকৃত সত্যটি ঠিক এর উল্টো। বিবাহিত মানুষ সিঙ্গেল মানুষদের চেয়ে বেশি যৌন মিলন করে।

সমীক্ষার ফলাফল অনুযায়ী, নারীদের সঙ্গে যৌন মিলন করা পুরুষদের ৮৬ শতাংশ সর্বশেষ মিলনে অর্গাজমের কথা স্বীকার করেন। তবে পুরুষের সঙ্গে যৌন মিলন করা নারীদের মাত্র ৬২ শতাংশ সর্বশেষ মিলনে অর্গাজম হওয়ার কথা জানিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.