রবিবার, মে ৫, ২০২৪
12.5 C
Toronto

Latest Posts

গৃহহীনদের তাঁবু ভেঙে দেওয়ার বিরুদ্ধে মামলা

- Advertisement -
একটি লিগ্যাল কিèনিকের দায়ের করা মামলায় জয় পেলে সিটি ও টাউনগুলোতে তাঁবুগুলো জোর করে ভেঙে দেওয়ার চর্চার অবসান হবে। এসব স্থানে আশ্রয়নের ব্যবস্থা খুবই অপ্রতুল বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি অব অটোয়ার আইনের অধ্যাপক মেরি-ইভ সিলভেস্টার
ব্যাকপেজ লিড

মন্ট্রিয়লের উত্তরে মাত্র এক ঘণ্টার দূরত্ব। কুইবেকের লরেন্সিয়াল স্কি এবং সেন্ট-জেরোমের কটেজ কান্ট্রি গৃহীহনদের নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। তব্ েসরকারি জমিতে তাঁবু স্থাপনের বিরুদ্ধে শহরটির বিরুদ্ধে মামলা মিউনিসিপালিটিগুলোকে তাদের অঞ্চলে গৃহহীনদের তাঁবুর ব্যাপারে মনোভাবকেই বদলে দিতে পারে।

একটি লিগ্যাল কিèনিকের দায়ের করা মামলায় জয় পেলে সিটি ও টাউনগুলোতে তাঁবুগুলো জোর করে ভেঙে দেওয়ার চর্চার অবসান হবে। এসব স্থানে আশ্রয়নের ব্যবস্থা খুবই অপ্রতুল বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি অব অটোয়ার আইনের অধ্যাপক মেরি-ইভ সিলভেস্টার।
তিনি বলেন, ব্রিটিশ কলাম্বিয়া ও অন্টারিওর আদালতও একই ধরনের রায় দিয়েছে। তবে কুইবেকের মিউনিসিপালিটিগুলোর তাঁবু অপসারণে আইনি ক্ষমতার বিষয়টি স্পষ্ট নয়। আবাসনের অধিকারের প্রশ্নে সেইন্ট-জেরোম মামলাটি কুইবেকে মাইলফলক হয়ে থাকতে পারে।

- Advertisement -

মিউনিসিপাল বাইলজে শহর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পাবলিক স্পেসে নন-রিক্রেয়েশনাল টেন্ট বা অনানুষ্ঠানিক অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। কুইবেক সুপিরিয়র কোর্টে গত ডিসেম্বরে জুরিডিক আইটিনারেন্ট তাদের দাখিল করা নথিতে যুক্তি তুলে ধরে জানায়, এই নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করা উচিত। কারণ, এটা গৃহহীন মানুষের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার লঙ্ঘন। কানাডিয়ান চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমসেই ব্যক্তির এই অধিকার দেওয়া আছে।

স্থানীয় গৃহহীন মানুষের সংখ্যা এবং জরুরি আশ্রয় শয্যার মধ্যে যে অসাঞ্জস্য সেটাও উল্লেখ করেছে সংস্থাটি। ক্লিনিকের হিসাব অনুযায়ী, সেন্ট-জেরোমে প্রতি রাতে ৪০ থেকে ৫০ জন গৃহহীন মানুষ বাইরে কাটায়। শয্যাগুলোর সবই টাউন সেন্টারের কাছে একটি আশ্রয়কেন্দ্রে। লা হুট্টে নামে পরিচিত আশ্রয়কেন্দ্রটিতে মাঝারি-মেয়াদে অবস্থানের জন্য ৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে। রাতে ৫০ জন লোক যাতে নিজেদেরকে গরম করে নিতে পারে তার ব্যবস্থাও রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.