মঙ্গলবার, মে ৭, ২০২৪
15.7 C
Toronto

Latest Posts

সাবেকে এনডিপি নেতা এড ব্রডবেন্টকে শেষ বিদায়

- Advertisement -
এড ব্রডবেন্টকে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার নিরলস ব্যক্তি হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

এড ব্রডবেন্টকে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার নিরলস ব্যক্তি হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে তিনি একটি উন্নত কানাডা রেখে গেছেন বলেও জানিয়েছেন তিনি।

সাবেক এই এনডিপি নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সমগ্র কানাডা থেকে সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতারা যখন সমবেত হয়েছেন সেই সময় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ট্রুডো।

- Advertisement -

সাবেক নিউ ডেমোক্রেটিক নেতা ব্রডবেন্ট ৮৭ বছর বয়সে ১১ জানুয়ারি মারা যান। দুই দশকের বেশি সময় ধরে তিনি এমপি ছিলেন। ১৯৭০ ও ১৯৮০ এর দশকে ১৪ বছর দলের মধ্যমনি ছিলেন তিনি। তার আমলেই এনডিপিতে নতুন যুগের সূচনা হয়। দলে এমন একটি ভিত্তি তৈরি করেন, যার সুবাদে জ্যাক লেটন ২০১১ সালে রেকর্ড ফলাফল করে দলের নেতৃত্বে আসেন।

ব্রডবেন্টকে তার আমলে ভিন্ন ভিন্ন চারজন প্রধানমন্ত্রীকে মোকাবিলা করতে হয়েছে। তারা হলেন পিয়েরে ট্রুডো, ব্রায়ান মালরোনি, জন টার্নার এবং জো ক্লার্ক। জো ক্লার্ক ২৮ জানুয়ারির অন্তেষ্ট্যিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য অতিথিদের মধ্যে ছিলেন গভর্নর জেনারেল মেরি সিমন, এনডিপি নেতা জাগমিত সিং, অন্টারিওর সাবেক এনডিপি প্রিমিয়ার এবং জাতিসংঘে কানাডার বর্তমান রাষ্ট্রদূত বব রায়ে, ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এবং ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি।

ব্রডবেন্ট ২১ বছর তার ব্লু-কলার শহর অন্টারিওর ওশোয়ার প্রতিনিধিত্ব করেছেন হাউস অব কমন্সে। এর মধ্যে ১৯৭৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪ বছর ফেডারেল এনডিপির নেতার দায়িত্ব পালন করেন। অটোয়া সেন্টার থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপির দায়িত্ব পালন করেন তিনি।

তার নেতৃত্বে এনডিপি ধারাবাহিকভাবে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। ১৯৭৪ সালে হাউসে তাদের আসন ছিল ৪৩টি। ১৯৮৮ সালে তা ৪৩টিতে উন্নীত হয়। ২৩ বছর পর লেটনের নেতৃত্বে এনডিপি আনুষ্ঠানিক বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত এটাই ছিল এনডিপির সর্বোচ্চ সংখ্যক আসন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.