বৃহস্পতিবার, মে ২, ২০২৪
18.4 C
Toronto

Latest Posts

উইন্ড্রো-ক্লিনিং বাতিলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ

- Advertisement -
ডেপুটি মেয়র জেনিফার ম্যাকেলভি বলেন, ২২ জানুয়ারি টাউন হল মিটিংয়ে তিনি কর্মসূচিটি যাতে বাতিল করা না হয় সে ব্যাপারে তার ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে জোরালো ও পরিস্কার দাবি শুনেছেন

সর্বশেষ বাজাটে ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সিটির উইন্ড্রো-ক্লিনিং সেবা বাতিলের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন টরন্টো কাউন্সিলরদের কেউ কেউ। উইন্ড্রো হচ্ছে আবাসিক সড়ক পরিস্কার করার সময় থেকে যাওয়া বরফের বৃহৎ খাড়ি।

সিটি কর্তৃপক্ষ বর্তমানে কিছু এলাকায় এগুলো সরানোর কাজ করছে। কিন্তু কর্মীদের প্রস্তাবিত ২০২৪ সালের বাজেটে ১ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয়ের লক্ষ্যে কর্মসূচিটি বাতিলের প্রস্তাব করা হয়েছে। আগামী শীত থেকে এটা শুরু হবে।

- Advertisement -

ডেপুটি মেয়র জেনিফার ম্যাকেলভি বলেন, ২২ জানুয়ারি টাউন হল মিটিংয়ে তিনি কর্মসূচিটি যাতে বাতিল করা না হয় সে ব্যাপারে তার ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে জোরালো ও পরিস্কার দাবি শুনেছেন। বিশেষ করে তার ওয়ার্ডের ২০ শতাংশ বাসিন্দা যখন জ্যেষ্ঠ নাগরিক।

ম্যাকেলভি বলেন, উইন্ড্রো ক্লিনিংকে তারা তাদের জন্য অত্যাবশ্যকীয় সেবা বলে মনে করেন। সেই এটা তাদেরকে শীতের মৌসুমজুড়ে প্রবেশগামীতা নিশ্চিত করে।
কর্মসূচিটির আওতায় বর্তমানে নর্থ ইয়র্ক, স্কারবোরো এবং ইটোবিকোকের ২ লাখ ৬০ হাজার পরিবারকে সেবা দেওয়া হচ্ছে। বাজেট প্রস্তাবনায় সিটি কর্মীরা বলেছেন, প্রাদেশিক মানদ-ের আওতায় সেবাটি সরবরাহের সংবিধিবদ্ধ বাধ্যবাধকতা মিউনিসিপালিটির নেই। নগরীর নির্বাচিত কিছু এলাকায় সেবাটি দেওয়া হচ্ছে বর্তমানে।

তবে ম্যাকেলভি বলেন, নগরীতে এমন অনেক সেবা রয়েছে যা সব নাগরিক সমানভাবে পায় না। হায়ার অর্ডার ট্রানজিট এর প্রকৃষ্ট উদাহরণ। আমার নিজের কমিউনিটি স্কারবোরো রোগ পার্কে টিটিসি প্রদত্ত হায়ার ট্রানজিটের ব্যবস্থা নেই। আমাদের জ্যেষ্ঠ নাগরিক ও কমিউনিটি তাদের নিজেদের কারের ওপর নির্ভরশীল। এমনকি যারা গো ট্রেনের মতো হাই অর্ডার ট্রানজিট সেবা গ্রহণ করেন তাদেরকেও গাড়ি চালিয়ে সেখানে যেতে হয়। সুতরাং কার থেকে নেমে তাদের ট্রানজিট স্টেশনে যাওয়ার সুযোগ থাকাটা দরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.