বৃহস্পতিবার, মে ২, ২০২৪
11.8 C
Toronto

Latest Posts

কার্বন প্রাইসিং নিয়ে রাজনীতি ২০২৪ সালেও চলবে

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত অক্টোবরে তার জলবায়ু নীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তার আটলান্টিক ককাসের অব্যাহত চাপ এবং ইস্ট কোস্টে জনপ্রিয়তা কমার মুখে হিটিং অয়েলের ওপর থেকে তিন বছরের জন্য তা প্রত্যাহার করে নিয়েছেন

দূষণের ওপর কানাডার মূল্য আরোপ বৈশি^ক উষ্ণতার বিরুদ্ধে সহায়ক বলেই ধরে নেওয়া হয়। কিন্তু উদ্যোগটি যখন পঞ্চম বর্ষে পড়তে যাচ্ছে তখন কানাডিয়ান রাজনীতিতে এর চেয়ে উত্তপ্ত আর কিছু নেই।

কার্বন প্রাইস যে কানাডায় মূল্যস্ফীতির জন্য কানাডিয়ানদের সেটা অত্যন্ত সফলতার সঙ্গে বোঝাতে সক্ষম হয়েছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। এমনকি ‘এক্স দ্য ট্যাক্স’ প্রচারণার জন্য তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে ঈর্ষাপূর্ণ প্রশংসাও কুড়িয়েছেন।

- Advertisement -

অবশ্যই ট্রুডো পয়লিয়েভরের ভাবনার সঙ্গে একমত নন। তবে এটা স্বীকার করেছেন যে, টোরি নেতার বার্তা একটা বাতাবরণে কাজ করছে, যেখানে অধিকাংশ ডিনার টেবিলে জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা বড় হয়ে উঠছে। তবে সেটা বছরব্যাপী নয়, কয়েক মাস ধরে।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত অক্টোবরে তার জলবায়ু নীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তার আটলান্টিক ককাসের অব্যাহত চাপ এবং ইস্ট কোস্টে জনপ্রিয়তা কমার মুখে হিটিং অয়েলের ওপর থেকে তিন বছরের জন্য তা প্রত্যাহার করে নিয়েছেন।

এই পদক্ষেপ নিয়ে নানা যুক্তি রয়েছে। প্রাকৃতিক গ্যাসের চেয়ে হিটিং অয়েলের খরচ চারগুণ বেশি। সবুজ জ¦ালানির দিকে উত্তরণের নানা কারণ হিসেবে যখন কার্বন প্রাইসিং করা হয়েছিল তখন প্রণোদনাও সেখানে চালু আছে। কিন্তু এর প্রতিক্রিয়াটি হয়েছে দ্রুত। অন্য প্রদেশের প্রিমিয়াররা তৎক্ষণাৎ প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে একই সিদ্ধান্ত দাবি করেছেন। আটলান্টিক কানাডার বাইরে ঘর গরম করার এটাই প্রধান উৎস।

সাস্কেচুয়ানের প্রিমিয়ার স্কট মো জানুয়ারি থেকে ফেডারেল সরকারের পক্ষে কার্বন প্রাইস সংগ্রহ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। নর্থওয়েস্ট টেরিটোরিজের নতুন প্রিমিয়ার তার কমিউনিটির জন্য কার্বন প্রাইসিং পুরোপুরি অব্যাহতি চেয়েছেন। বলেছেন, উত্তরে জ¦ালানি অনেকদিন ধরেই এতই ব্যয়বহুল যে, জনগণ এরই মধ্যে এ থেকে সরে গেছেন।

অন্টারিওর ফার্স্ট নেশনগুলোকে কার্বন প্রাইস রিবেট কর্মসূচি থেকে বঞ্চিত করা হয়েছে অভিযোগ এনে মামলা করেছে। কারণ, ফেডারেল ইনকাম ট্যাক্স জমা দিলেই কেবল এই সুবিধা পাওয়া যায়। রিজার্ভে কর্মরত বহু মানুষ সেটা করেনি। একই সঙ্গে কার্বন প্রাইসিং থেকে প্রাকৃতিক গ্যাস ও খামারে ব্যবহৃত প্রোপেইনের অব্যাহতি চেয়ে এক কনজার্ভেটিভ প্রাইভেট মেম্বারের বিল দৃশ্যপটে চলে এসেছে। পয়লিয়েভর অগ্রাধিকারভিত্তিতে বিলটি পাস করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.