বুধবার, মে ১, ২০২৪
13.8 C
Toronto

Latest Posts

যৌন উত্তেজক ৩০টি পণ্যের ব্যাপারে হেলথ কানাডার সতর্কতা

- Advertisement -
হেলথ কানাডা তাদের ওয়েবসাইটে এই বলে সতর্ক করে দিয়েছে যে, উভয় উপাদানই নাইট্রেট ড্রাগের সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকিয়ে বাড়িয়ে দিতে পারে

গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) বিক্রি হওয়া যৌন উত্তেজক অননুমোদিত পণ্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে হেলথ কানাডা। সংস্থাটি বলেছে, পণ্যগুলোতে এমন কিছু উপাদান থাকতে পারে যা লেবেলে উল্লেখ নেই। অথবা তালিকায় এমন কিছু উপাদান থাকতে পারে যেগুলো বিপজ্জনক।

হেলথ কানাডা এর ওয়েবসাইটে বলেছে, এসব পণ্যে সর্বনিম্ন সুপারিশের চেয়ে বেশি মাত্রায় প্রেসক্রিপশন ওষুধের উপাদান থাকতে পারে। ভোক্তা অবগত নন এমন উপাদনযুক্ত পণ্য সেবন করলে ভয়াবহ অ্যালার্জি এবং অন্য ওষুধ ও খাদ্যের সঙ্গে প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
তালিকায় থাকা অননুমোদিত এসব পণ্য টরন্টো, স্কারবোরো, ইটোবিকোক এবং ব্র্যাম্পটনের বিভিন্ন খুচরা দোকান থেকে জব্দ করা হয়। পরীক্ষার পর বেশিরভাগ পণ্যে প্রেসক্রিপশন ওষুধ সিলডেনাফিল এবং টাডালাফিলের উপাদান পেয়েছে হেলথ কানাডা। ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা হয় এগুলো।

- Advertisement -

হেলথ কানাডা তাদের ওয়েবসাইটে এই বলে সতর্ক করে দিয়েছে যে, উভয় উপাদানই নাইট্রেট ড্রাগের সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকিয়ে বাড়িয়ে দিতে পারে।

কেউ যদি এসব সামগ্রী ব্যবহার করে থাকেন তাহলে তাদেরকে স্বাস্থ্যসেবা পেশাজীবীর পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে হেলথ কানাডা। সেই সঙ্গে এগুলোর ব্যবহার তৎক্ষণাৎ বন্ধের অনুরোধ জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.