বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
-1.2 C
Toronto

Latest Posts

প্রতিযোগিতা দুর্বল হওয়ায় মুনাফায় উল্লম্ফন

- Advertisement -
প্রতিযোগিতা দুর্বল হওয়ায় দুই দশকে কানাডায় কোম্পানিগুলোর মুনাফা এবং পণ্যের উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধান বেড়ে গেছে

প্রতিযোগিতা দুর্বল হওয়ায় দুই দশকে কানাডায় কোম্পানিগুলোর মুনাফা এবং পণ্যের উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধান বেড়ে গেছে। কম্পিটিশন ব্যুরোর অনুপুঙ্খ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন খাতে প্রতিযোগিতা কীভাবে বদলে গেছে সেই বিশ্লেষণ ২০ অক্টোবর প্রকাশ করেছে ব্যুরো। এজন্য তারা স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত ব্যবহার করেছে। এই উপাত্ত বিশ্লেষণে তারা সহায়তা নিয়েছেন ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ম্যাথিউ অসবর্ন এবং তার দলের।

- Advertisement -

এ ধরনের প্রতিবেদন এই প্রথম। এতে বিভিন্ন ধরনের নির্দেশকের দিকে আলোকপাত করা হয়েছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার তীব্রতা হ্রাস পেয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে সহযোগী ডেপুটি কমিশনার আলেক্সা গেন্ড্রন-ও’ডোনেল বলেন, আমরা যা পেয়েছি তা পরিস্কার। তা হচ্ছে ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত কানাডিয়ান অর্থনীতিতে প্রতিযোগিতা উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঘনিভূত শিল্প সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ঘনিভূত হয়েছে। অধিকাংশ শিল্পই অনেক বেশি ঘনিভূত হয়েছে। যেসব শিল্পের কোম্পানিগুলো উৎপাদনে প্রযুক্তির সুবিধা পেয়েছে ও ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছে সেখানে প্রতিযোগী অনেক কমে এসেছে। ফলে সেখানে ঘনিভবনও বেশি হয়েছে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বড় কোম্পানিগুলো ছোটদের তুলনায় অপেক্ষাকৃত কম দক্ষতা অর্জন করেছে। ঘনিভবন বৃদ্ধি ও বড় কোম্পানিগুলোর অধিক দক্ষতা অর্জনের মধ্যে কোনো সম্পর্ক নেই। সার্বিকভাবে বড় কোম্পানিগুলো ছোটদের কাছ থেকে কম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং নতুন কোম্পানি প্রতিষ্ঠা পাচ্ছে খুব কম।

২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত নতুন কোম্পানির আগমন ও পুরোনো কোম্পানির প্রস্থানও কমে গেছে। ব্যুরো গত দুই দশকে মুনাফা এবং পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধানও বিশ্লেষণ করেছে। তাতে দেখা গেছে, ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন শিল্পে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যকার ব্যবধান ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই ব্যবধান সবচেয়ে বেশি বেড়েছে যেসব শিল্পে তাদের ক্ষেত্রে এ হার ১২ দশমিক ৫ শতাংশ।
মুনাফার ক্ষেত্রেও একই চিত্র পাওয়া গেছে। ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে কোম্পানির মুনাফা অনেক বেড়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.