শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
0.5 C
Toronto

Latest Posts

ফোর্ড কন্যার পার্টি নিয়ে তদন্ত

- Advertisement -
প্রিমিয়ার ডগ ফোর্ডের দেওয়া স্ট্যাগ অ্যান্ড ডু পার্টি তদন্তের মতো যথেষ্ঠ ভিত্তি তার সামনে নেই বলে জানিয়েছেন অন্টারিওর ইন্টিগ্রিটি কমিশনার জে. ডেভিড ওয়েক। তবে ওই অনুষ্ঠানে টিকিট বিক্রি নিয়ে মজার কিছু তথ্য তিনি খুঁজে পেয়েছেন

প্রিমিয়ার ডগ ফোর্ডের দেওয়া স্ট্যাগ অ্যান্ড ডু পার্টি তদন্তের মতো যথেষ্ঠ ভিত্তি তার সামনে নেই বলে জানিয়েছেন অন্টারিওর ইন্টিগ্রিটি কমিশনার জে. ডেভিড ওয়েক। তবে ওই অনুষ্ঠানে টিকিট বিক্রি নিয়ে মজার কিছু তথ্য তিনি খুঁজে পেয়েছেন।

প্রিমিয়ার ডগ ফোর্ড আবাসনের জন্য গ্রিনবেল্টের জমি উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দেওয়ার কয়েখ ঘণ্টা আগে কমিশনার জে. ডেভিড ওয়েক প্রতিবেদনটি প্রকাশ করেন। মাসব্যাপাী চলা জন অসন্তোষের পর এই ঘোষণা দিলেন প্রিমিয়ার ডগ ফোর্ড।

- Advertisement -

ডগ ফোর্ডের কন্যার বিবাহ-পূর্ব অনুষ্ঠানের ব্যাপারে একটি মতামত ইস্যুর জন্য ইন্টিগ্রিটি কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্টারিও এনডিপির অন্তর্বর্তী নেতা মারিট স্টাইলিস। ২০২২ সালের নভেম্বরে গ্রিনবেল্ট উন্মুক্ত করে দেওয়ার আগের ওই অনুষ্ঠানে বেশ কিছু ডেভেলপার অংশ নিয়েছিলেন। কারো ব্যক্তিগত স্বার্থ বাড়তে দিয়ে এবং তার কার্যক্রম সম্পাদন সংক্রান্ত কোনো সুযোগ গ্রহণের মধ্য দিয়ে ডগ ফোর্ড নৈতিকতার কোনো নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা খুঁজে দেখার জন্য ইন্টিগ্রিটি কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন স্টাইলিস।

ওয়েক বৃহস্পতিবার প্রকাশিত তার প্রতিবেদনে বলেছেন, পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। যৌক্তিক ও সম্ভাব্য ভিত্তি পূর্ণাঙ্গ তদন্তের জন্য আইনে যার প্রয়োজন সে বিষয়ে এর আগেই আমি ব্যাখ্যা করেছি।

গত মাসে ইন্টিগ্রিটি কমিশনারের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, গ্রিনবেল্ট থেকে অবমুক্ত করার জন্য যে প্রক্রিয়ায় জমি নির্বাচন করা হয় তাতে নির্দিষ্ট কিছু ডেভেলপারকে সুবিধা করে দেওয়া হয়েছে।

তবে বৃহস্পতিবারের প্রতিবেদনে ২০২২ সালের ১১ আগস্ট অনুষ্ঠিত স্ট্যাগ অ্যান্ড ডু পার্টি এবং গ্রিনবেল্টের জমি অবমুক্তকরণ নিয়ে নতুন কিছু বিষয় উঠে এসেছে। বাগদত্ত দম্পতির জন্য অর্থ সংগ্রহের জন্য স্ট্যাগ অ্যান্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

গ্রিনবেল্ট থেকে অবমুক্ত করা হ্যামিল্টনের জমির মালিক ডেভেলপার সার্জিও মাঞ্চিয়া অনুষ্ঠানে চারটি টিকিট কিনেছিলেন। টিকিটগুলো তিনি ম্যাট জনস্টনকে দিয়েছিলেন এবং তিনি প্রিমিয়ার ডগ ফোর্ডকে দ্রুত হ্যালো বলেছিলেন। ওয়েক বলেন, মাঞ্চিয়া টিকিটগুলো কিনেছিলেন পিসি অন্টারিও ফান্ডের চেয়ার টনি মিয়েলের কাছ থেকে। পিসি অন্টারিও ফান্ড হচ্ছে অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির তহবিল সংগ্রহকারী শাখা।

ওয়েক বলেন, মিয়েলে আমাকে জানান যে, তিনি ফোর্ড পরিবারের বন্ধু এবং টিকিট বিক্রিতে সহযোগিতা করার জন্য তিনি ফোর্ডের হবু জামাইয়ের দ্বারস্থ হয়েছিলেন। মিয়েলে ২০টির মতো টিকিট বিক্রি করেন। যদিও বাকি ১৬টি টিকিট কার কাছে বিক্রি করেছেন সে তথ্য জানাননি তিনি। প্রতিটি টিকিটের মূল্য ১৫০ ডলার করে ছিল বলে জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
ওয়েক বলেন, মিয়েলের দাবি হচ্ছে ওই দম্পতিকে সহায়তার জন্যই টিকিট বিক্রির কাজটি তিনি করেছিলেন। পার্টির জন্য তহবিল সংগ্রহের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ওই অনুষ্ঠানের ব্যাপারে বৃহস্পতিবার জানতে চাইলে প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, তিনি কারো কাছ থেকে একটি পেনিও নেননি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কখনোই একটি হ্যামবার্গার বা চকোলেটও কিনে খায়নি। আমি সবসময়ই আমার নিজের পকেট থেকে অর্থ পরিশোধ করে থাকি। যারা আমার সঙ্গে কথা বলতে চান তারা ফোর্ড ফেস্টে অংশ নিতে পারেন। হাজার হাজার মানুষ সেখানে যায়। তবে একজনও আমাকে প্রভাবিত করতে পারে না।

তবে মিয়েলের কাছ থেকে আর কারা কারা টিকিট কিনেছিলেন সে ব্যাপারে জানতে চাওয়া হলে তার প্রতিনিধিরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে ফোর্ড তার অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, বহু বহু বছর ধরে টনি আমাদের পারিবারিক বন্ধু। এবং তিনি এটা করেছেন তার নিজের মর্জিতে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.