বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
3.6 C
Toronto

Latest Posts

টরন্টোর ট্রাফিক সম্পর্কে যা বললেন টম ক্রুজ

- Advertisement -
ক্রুজ বলেন, আমি ট্রাফিকের মধ্যে ছিলাম। আমি টরন্টোতে সিনেমা করেছি। আমি টরন্টো সফর করেছি। টরন্টোতে আমার বেশ কয়েকজন বন্ধু রয়েছে

সর্বশেষ ছবি মুক্তির আগে টম ক্রুজের কাছে জানতে চাওয়া হয়েছিল টরন্টোবাসীর কাছে সত্যিকারের অসম্ভব বলে বিবেচিত বিষয়গুলো তিনি মেনে নেবেন কিনা। নগরীর ট্রাফিকের যে অবস্থা তাতে কি আপনি মাথা ঠান্ডা রাখতে পারবেন?
মিশন ইম্পসিবলÑডেড রেকোনিং পার্ট ওয়ানের মুক্তির আগে রোমে টম ক্রুজের সঙ্গে বসেছিলেন ইটক’সের সোনিয়া ম্যাঙ্গাট। টম ক্রুজকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, পার্ট টুয়ের স্টান্টের জন্য গোপনে আপনি টরন্টো আসেন এবং দুই ঘণ্টা টরন্টোর ট্রাফিকে ছিলেন। তবে আপনি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি।

জবাবে ক্রুজ বলেন, আমি ট্রাফিকের মধ্যে ছিলাম। আমি টরন্টোতে সিনেমা করেছি। আমি টরন্টো সফর করেছি। টরন্টোতে আমার বেশ কয়েকজন বন্ধু রয়েছে।

- Advertisement -

সিনেমার শুটিংয়ের জন্য টরন্টো আসার অনেকদিন পরে তিনি এলেন। ১৯৮৮ সালের রম-কম ককটেইলের শুটিংয়ের জন্য সর্বশেষ তিনি টরন্টোতে এসেছিলেন। টরন্টোর যানজটের স্মৃতি নিশ্চয় তার মনে আছে। তিনি বলেন, টরন্টোর এই ট্রাফিক নিয়ে কী খবর? সেটা কি তারা বের করতে পেরেছে?

যানজটের হিসেবে বিশে^র নিকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি হওয়ায় এ বছরের গোড়ার দিকে খবরের শিরোনামে আসে টরন্টো। গত জানুয়ারিতে প্রকাশিত ট্রাফিক বিশ্লেষণকারী কোম্পানি ইনরিক্স জানায়, ২০২২ সালে যাত্রীরা গ্রেটার টরন্টো এরিয়ার সড়ক ও মহাসড়কগুলোতে গড়ে ১১৮ ঘণ্টা হারিয়েছেন। সর্বোচ্চ যানবাহনের সময় জিটিএতে গাড়ির গড় গতি ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।

উত্তর আমেরিকায় টরন্টোর চেয়েও যানজট পরিস্থিতি বেশি খারাপ ছিল কেযল যুক্তরাষ্ট্রের শিকাগো ও বোস্টন শহরের। শহর দুটিতে যানজটের কারণে চালকদের ২০২২ সালে গড়ে যথাক্রমে ১৫৫ ও ১৩৪ ঘণ্টা নষ্ট হয়েছে। প্রতিবেদন প্রকাশেল পর থেকে টরন্টোর যানজট পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.