রবিবার, মে ১৯, ২০২৪
15 C
Toronto

Latest Posts

অন্টারিও প্লেস নিয়ে মতভেদ

- Advertisement -
মেয়র প্রার্থী জম ম্যাটল ওই স্থানে বেসরকারি স্পা খুলতে সিটির মালিকানাধীন যে ১৬ একর জমি অন্টারিও সরকারের প্রয়োজন তা স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছেন

অন্টারিও প্লেস নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা রয়েছে টরন্টোর মেয়র প্রার্থীদের। ওয়াটারফ্রন্ট স্পেসে বিশালাকৃতির স্পা নির্মাণের কথা ভাবছে প্রদেশ।

মেয়র প্রার্থী জম ম্যাটল ওই স্থানে বেসরকারি স্পা খুলতে সিটির মালিকানাধীন যে ১৬ একর জমি অন্টারিও সরকারের প্রয়োজন তা স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টরন্টোর ওয়াটারফ্রন্ট বিক্রির জন্য নয়। এটা জনগণের জন্য উন্মুক্তই থাকবে। প্রিমিয়ার ফোর্ড বেসরকারি স্পার জন্য কাজ করলেও আমার কাজ হবে টরন্টোবাসীর জন্য কাজ করা।

- Advertisement -

ম্যাটল বলেন, প্রদেশের উন্নয়ন পরিকল্পনার মারাত্মক প্রভাব পড়বে ওই এলাকার বন্যপ্রাণির ওপর। এ ছাড়া গাছ কাটা পড়বে ৮০০টি।  নির্বাচিত হলে পাবলিক পার্ক পুনরায় ফিরিয়ে আনার পথে হাঁটবেন বলে প্রতিশ্রুতি দেন মিডটাউনের এই সিটি কাউন্সিলর।

ম্যাটলর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে আরেক প্রার্থী আনা বাইলাও অন্টারিও সায়েন্স সেন্টারকে বর্তমানে ইগলিনটন অ্যাভিনিউ থেকে ওয়াটারফ্রন্টের জমিতে স্থানান্তরের প্রস্তাব দেন। তিনি বলেন, কয়েক বছর ধরে ধারণাটি নিয়ে কথা হচ্ছে। ৫০ কোটি ডলার বিনিয়োগে বেসরকারি স্পা নির্মাণ এই মুহূর্তে টারন্টোর অগ্রাধিকার নয়। অগ্রাধিকার হচ্ছে সেবা নিয়ে যে সমস্যা তা সমাধান করা, বাড়ি নির্মাণ করা এবং টরন্টোবাসীর জীবন আরও সহজ করা।

বাইলাও বলেন, তার পরিকল্পনা হচ্ছে সায়েন্স সেন্টারের জায়গায় নতুন ৫ হাজার বাড়ি নির্মাণ করা। এর মধ্যে দেড় হাজার হবে সাশ্রয়ী বাড়ি। নির্বাচিত হলে এসব কাজ করবেন তিনি।

লিবারেল এমপিপি ও মেয়র প্রার্থী মিটজি হান্টার বলেন, আমি এমন মেয়র হতে চাই না যে কেবল না বলবে। সঠিক বিষয়ে আমাদের হ্যা বলতে হবে। আমি উন্নয়নকে এগিয়ে নিতে চাই। কিন্তু বর্তমান প্রস্তাব সেই পরীক্ষায় উত্তীর্ণ নয়।
অন্টারিও প্লেসের উন্নয়ন আবেদন ২০২২ সালের নভেম্বরে দাখিল করে অন্টারিও। আবেদনে বলা হয়, সেখানে সবার জন্য উন্মুক্ত ১২ একর জায়গা থাকবে। সেই সঙ্গে পরিবারবান্ধব আকর্ষণও থাকবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.