রবিবার, মে ১৯, ২০২৪
15 C
Toronto

Latest Posts

ফরেন এজেন্ট রেজিস্ট্রি নিয়ে জনউদ্বেগের কথা জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে

- Advertisement -
গত বছরের আগস্ট মাসের নথিতে জোডি থমাস জাস্টিন ট্রুডোকে বলেন, এই আলোচনায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অনেকে একে ভালো বললেও কেউ কেউ এ ব্যাপারে নীরবতা অবলম্বন করতে পারেন

ফরেন এজেন্ট রেজিস্ট্রি নিয়ে পরিকল্পিত জনমতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া যে আসতে পারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছিল বলে নতুন এক নথিতে উল্লেখ করা হয়েছে। কারণ, এ ধরনের রেজিস্ট্রি বিভিন্ন দেশ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

গত বছরের আগস্ট মাসের নথিতে জোডি থমাস জাস্টিন ট্রুডোকে বলেন, এই আলোচনায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অনেকে একে ভালো বললেও কেউ কেউ এ ব্যাপারে নীরবতা অবলম্বন করতে পারেন। রাশিয়ার মতো কিছু দেশ ফরেন এজেন্ট রেজিস্ট্রি বিক্ষোভকারীদের মুখ বন্ধ রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং এটা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যদিও জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, কানাডার মিত্ররা ও ডায়াসপোরা গ্রুপগুলো পদক্ষেপটিকে সাধুবাদ জানাবে।

- Advertisement -

তথ্য অধিকার আইনে নথিটি পেয়েছে দ্য কানাডিয়ান প্রেস। তাতে দেখা গেছে, কানাডায় ফরেন এজেন্ট রেজিস্ট্রি চালু ও এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা নিয়ে ৩০ জুন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজের সঙ্গে আলোচনা করেন জাস্টিন ট্রুডো।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে পাঁচ বছর আগে ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি অ্যাক্ট চালু করেছে অস্ট্রেলিয়া। বাইরের হস্তক্ষেপ বন্ধ আন্তর্জাতিকভাবেই ফরেন রেজিস্ট্রিকে সর্বোত্তম চর্চা হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রে ১৯৩৮ সাল থেকে ফরেন এজেন্ট রেজিস্ট্রি অ্যাক্ট চালু আছে এবং যুক্তরাজ্যও এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের চিন্তা করছে।

রেজিস্ট্রি অনুযায়ী, কোনো ব্যক্তি প্রভাবিত করার চেষ্টা করলে তাকে আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যাতে করে বিষয়টিতে স্বচ্ছতা থাকে।এর ব্যত্যয় হলে জরিমানা বা কারদ-ের বিধান রয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.