- Advertisement -

টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) মঙ্গলবার পূর্ব টরন্টো চার্চের সামনে একটি ফুটপাতে পাওয়া সেমিটিক গ্রাফিতি তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে যে তারা প্রথম মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত পাড়ার কুইন এবং লার্ক রাস্তায় টরন্টো ইউনাইটেড মেনোনাইট চার্চের বাইরে একটি গ্রাফিতির বিষয়ে কল পেয়েছিল।
- Advertisement -
বাহিনী বলছে, গ্রাফিতিটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে প্রতিবেদন করা হয়েছে।
- Advertisement -