বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
12.1 C
Toronto

Latest Posts

সরে দাঁড়াচ্ছেন অ্যাডালস্টেইন ব্রাউন

- Advertisement -
অন্টারিও কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের কো-চেয়ার ড. অ্যাডালস্টেইন ব্রাউন

অন্টারিওর কোভিড-১৯ মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর অন্টারিও কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের কো-চেয়ার ড. অ্যাডালস্টেইন ব্রাউন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আড়াই ভচর দায়িত্ব পালনের পর সরে দাঁড়াচ্ছেন তিনি। ইউনিভার্সিটি অব টরন্টোর ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের ডিন হিসেবে তার কাজে মনোযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত।

সায়েন্স টেবিলের সদস্য ও হসপিটাল ফর সিক চিলড্রেনের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডা. উপটন অ্যালেন তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

- Advertisement -

পাবলিক হেলথ অন্টারিওর ভাইস প্রেসিডেন্ট ও সায়েন্স টেবিলের কো-চেয়ার ডা. ব্রায়ান শোয়ার্টজ এক বিবৃতিতে বলেছেন, সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের শুরুর দিককার কো-চেয়ার হিসেবে অধ্যাপক ব্রাউন যে ব্যতিক্রমী নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন সেজন্য তার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ রইলো। মডেলিং কনসেনসাস টেবিল প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে গত দউ বছরের বেশি সময় কোভিড-১৯ মোকাবেলায় সামনের সারিতে ছিলেন অধ্যাপক ব্রাউন।

মহামারির পুরো সময়জুড়ে সায়েন্স টেবিল যেসব সংবাদ সম্মেলন করেছে অধ্যাপক ব্রাউন সেগুলোতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ২০২১ সালের এপ্রিলে স্টে-অ্যাট-হোম আদেশসহ কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারকে বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য বিধি অবলম্বনে আহ্বান জানিয়েছেন। কী ধরনের পরিস্থিতি অন্টারিও মোকাবেলা করতে যাচ্ছে, সে ব্যাপারে খোলামেলা মূল্যায়ন করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

২০২১ সালের ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে, আসন্ন ওমিক্রন ঢেউ হতে যাচ্ছে মহামারির সবচেয়ে ভয়াবহ ঢেউ। কেবল ভ্যাকসিনেশন বা জনস্বাস্থ্য বিধি ওমিক্রম ঢেউ থামানোর জন্য যথেষ্ট হবে না।

সায়েন্স টেবিলের সায়েন্টিফিক ডিরেক্টর ড. পিটার জুনি পদত্যাগের কয়েক মাসের মধ্যে অধ্যাপক ব্রাউন সায়েন্স টেবিল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.