বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

তালেবানের ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহার করা হবে না

- Advertisement -
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিত সজ্জন

তালেবানদের সঙ্গে লেনদেনকে অবৈধ ঘোষণা করে তৈরি আইন দাতব্য সংস্থাগুলোকে অভাবে থাকা আফগানদের জন্য সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানিয়েছে তারা। এ অবস্থায় ফেডারেল সরকারের সাহায্য সংস্থাগুলোর প্রতি আরও নমনীয় হওয়া উচিত বলে মনে করে সংস্থাগুলো।

মানবিক সহায়তা সহজ করতে সরকার আইনে পরিবর্তন আনার কথা ভাবছে বলে জানান আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিত সজ্জন। দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তবে তালেবানের ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহার করা হবে না। অন্য দেশের মতো আফগানিস্তানের ক্ষেত্রেও আইনটি নমনীয় করা যায় কিনা আমরা ভেবে দেখছি। যুক্তরাষ্ট্র বর্তমানে আমাদের চেয়ে বেশি কাজ করতে পারে। অন্ততপক্ষে বেশি কাজের সুযোগটা রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালেবানদের ওপর চাপ অব্যাহত রেখে একই অব্যাহতির কথা আমরাও ভাবছি।

- Advertisement -

আফগানিস্তান থেকে গত বছর আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার ও তালেবানদের কাবুল দখলের অনেক আগেই ২০১৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ করে আইন পাস করে কানাডা। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, কোনো কানাডিয়ান তালেবানদের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সম্পদ বা আর্থিক সহায়তা দিলে সর্বোচ্চ ১০ বছর কারাদ-ের মুখে পড়তে হবে ওই কানাডিয়ানকে। আইনের ফলে আফগানিস্তানে তাদের কাজ করতে অসুবিধঅ হচ্ছে বলে অভিযোগ করেছে কানাডিয়ান সাহায্য সংস্থাগুলো। কারণ, ভাড়া বা কর প্রদানকারীসহ আফগান সরকারের সঙ্গে কাজ করা কোনো ব্যক্তিকেই সাহায্য করতে পারছে না তারা।

২০২১ সালের ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন সত্ত্বেও আইনে পরিবর্তন না আনার কারণেও কানাডার সমালোচনা করছে সাহায্য সংস্থাগুলো। নিরাপত্তা পরিষদের ওই রেজ্যুলুশনে বলা হয়েছে, মানবিক সহায়তা ও অন্যান্য কার্যক্রম মৌলিক মানিবক প্রয়োজনে হয়ে থাকলে তা কাউন্সিলের অবরোধের লঙ্ঘন হবে না।

হারজিত সজ্জন বলেন, তালেবানদের সঙ্গে লেনদেনের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘ ও রেডক্রসসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ সহায়তা আফগানিস্তানে দেওয়া হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভূমিকম্পের পর সহায়তায় আফগানিস্তানকে ১৫ কোটি ডলার সহায়তা দেওয়া হয়েছে। ভয়াবহ ওই ভূমিকম্পে এক হাজার নিহত ও দেড় হাজার মানুষ আহত হন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.