শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.7 C
Toronto

Latest Posts

বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি এনডিপির

- Advertisement -
এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়ার্থ

আসন্ন ২ জুনের নির্বাচনে জয়লাভ করলে বিনামূল্যে প্রেসক্রিপশন জন্ম নিয়ন্ত্রণ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। গত বৃহস্পতিবার দলটি এই প্রতিশ্রুতি দেয়।

এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়াথ বলেন, সব ধরনের প্রেসক্রিপশন কন্ট্রাসেপশন বিশেষ করে ইমার্জেন্সি বার্থ কন্ট্রোল, পিল, ইন্ট্রাইউটেরিন ডিভাইস, ইমপ্ল্যান্ট, শট, প্যাচ এবং রিং তার পরিকল্পনার আওতায় আছে।

- Advertisement -

এ পরিকল্পনা বাস্তবায়নে বছরে ৬ কোটি ডলারের মতো ব্যয় হবে বলে জানিয়েছে এনডিপি। ভ্যাসেক্টোমি ও টিউবাল লিগেশন ওএইচআইপির আওতায় এরই মধ্যে আছে।

অ্যাডভোকেসি গ্রুপ কন্ট্রাসেপশনের সহপ্রতিষ্ঠাতা ডা. হাভা স্টার্কম্যান বৃহস্পতিবার হরওয়াথেল সঙ্গে যোগ দেন। তিনি বলেন, প্রান্তিক মানুষদের যে অন্যায্যতার মুখে পড়তে হয় কোভিড-১৯ মহামারি তাকে আরও নাজুক করে তুলেছে। সর্বজনীন এই কাভারেজ তাতে সহায়ক হবে।

ইউনিভার্সিটি অব টরন্টোর অবস্টেট্রিকস ও গাইনোকলজির আবাসিক চিকিৎসক স্টার্কম্যান বলেন, এর প্রভাবটা আমরা আমাদের রোগীদের জীবনে দেখতে পাই, যাদের সেবাটি পাওয়ার সুযোগ নেই। জন্ম নিরোধকের ব্যয় প্রয়োজনীয় মেডিকেল সহায়তা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে এবং তাদের জীবনযাত্রার মান খারাপ হয়। সময়মতো এই সেবায় প্রবেশাধিকারে আমরা কঠোরভাবে বিশ^াস করি। সাশ্রয়ী জন্মনিরোধক সামগ্রী প্রজনন সংক্রান্ত মানবাধিকারের স্তম্ভ।

অন্টারিও লিবারেল পার্টি বিনামূল্যে স্কুলে, লাইব্রেরিতে, ট্রানজিট স্টেশনে ও অন্যান্য পাবলিক স্পেসে মেন্সট্রুয়াল সামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে। স্কুলে বিনামূল্যে মেন্সট্রুয়াল সামগ্রী বিতরণে গত বছর শপার্স ড্রাগ মার্টের সঙ্গে অংশীদারিত্ব করার ঘোষণা গত বছর দিয়েছিল প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.