শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

কানাডায় আরও শক্তিশালী পরীক্ষা ব্যবস্থার তাগিদ

- Advertisement -
ফাইল ছবি

বিস্তৃত পরিসরে পিসিআর টেস্টের অনুপস্থিতিতে কোভিড-১৯ কার্যক্রম শনাক্তে কানাডার আরও শক্তিশালী ব্যবস্থা উন্নয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দেওয়ার পর প্রদেশ ও অঞ্চলগুলো গোল্ড স্ট্যান্ডার্ড পিসিআর পরীক্ষা সীমিত করে আনে। চাহিদা অনুযায়ী সক্ষমতা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর থেকে বিপুল সংখ্যক মানুষ র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু এটা ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তে অতোটা নির্ভরযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, কমিউনিটিতে কোভিড-১৯ কার্যক্রম সম্পর্কে অবগত করার আরও উন্নত পদ্ধতির দরকার।

- Advertisement -

সিমন ফ্রেজার ইউনিভার্সিটির গণিতবিদ এবং এপিডেমিওলজিস্ট ড, ক্যারোলাইন কলিন বলেন, কানাডায় এখন সংক্রমিতের সংখ্যা এতো বেশি যে সংক্রমণের সঠিক সংখ্যা নিরূপণে প্রত্যেকের জন্য পিসিআর পরীক্ষার ব্যবস্থা করা কঠিন। অন্যান্য শ^াসতন্ত্রের সংক্রমণ শনাক্তেও শক্তিশালী কর্মসূচির প্রয়োজন। আমি মনে করি সেগুলো উন্নয়নের কাজ চলছে। কিন্তু সেগুলো উন্নয়ন, মোতায়েন ও ফলাফল প্রকাশ্যে না আসা পর্যন্ত তাদের ঝুঁকি শনাক্ত করা বেশ কঠিন।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ড্যান গ্রেগসন বলেন, স্কুল, লং-টার্ম কেয়ার হোমের মতো স্থানে পিসিআর পরীক্ষা সম্প্রসারণ করা যুক্তিসঙ্গত, যাতে করে অধিকতর সংক্রমণ বন্ধে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা উচিত কিনা সে সিদ্ধান্ত নেওয়া যায়।

অন্টারিওর কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের সায়েন্টিফিক ডিরেক্টর ড. পিটার জুনি বলেন, আবারও উপসর্গযুক্ত সবাইকে পিসিআর পরীক্ষার আওতায় আনাটা টেকসই হবে না। কারণ, এই পরীক্ষার খরচ অনেক বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.