মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

হাসপাতালের ধারণক্ষমতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

- Advertisement -
হেলথকেয়া রক্যানের প্রেসিডেন্ট পল-এমিল ক্লোটিয়ের বলেন, সংক্রমণের সাম্প্রতিক ঢেউ স্বাস্থ্যকর্মী সংকট আরও বাড়িয়ে তুলতে পারে…ছবি/এএইচ মল

ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় কানাডার হাসপাতাল ব্যবস্থার ধারণক্ষমতা নিয়ে উদ্বেগে আছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে স্বাস্থ্যকর্র্মীরা আরেকটি ঢেউ কিভাবে সামাল দেবেন তা নিয়েও উদ্বিগ্ন তারা।
হেলথকেয়ারক্যানের প্রেসিডেন্ট পল-এমিল ক্লোটিয়ের বলেন, সংক্রমণের সাম্প্রতিক ঢেউ স্বাস্থ্যকর্মী সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

গবেষণা হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করে থাকে হেলথকেয়ারক্যান। এক সাক্ষাৎকারে ক্লোটিয়ের বলেন, ভাইরাসের সংক্রমণের কারণে স্বাস্থ্যকর্মীদের যদি বিচ্ছিন্ন বাসে যেতে হয় তাহলে জনবল সংখ্যা স্বভাবতই কমে আসেবে। স্বাস্থ্যকর্মীরা আবারও রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটা তাদের করতে হচ্ছে ক্লান্তি নিয়েই।

- Advertisement -

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কানাডাজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। ক্লোটিয়ের বলেন, জনগণ স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন তার ওপর নির্ভর করছে আগামী কয়েকদিনে সংক্রমণ কোন দিকে যাবে। আগামীতে আক্রান্তের সংখ্যা যে বাড়বে, সে ব্যাপারে সবাই একমত বলে মনে হয় আমার।

বক্সিং ডেতে সংক্রমণের সংখ্যা খুব কম সংক্যক হাসপাতালই প্রকাশ করেছে। অন্টারিওতে এদিন নতুন করে আক্রান্ত হন ৯ হাজার ৮২৬ জন। যদিও বড়দিনে আক্রান্ত হয়েছিলেন রেকর্ড ১০ হাজার ৪১২ জন। তারপরও এ সংখ্যা এক সপ্তাহ আগের তুলনায় ৪ হাজার ১৭৭ জন বেশি।

কুইবেকে নতুন করে ৮ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন তিনজন। এমন অবস্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কুইবেক সরকার। ব্যক্তিগত জমায়েত ছয় জন বা দুই পরিবারের মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে প্রদেশ।

নোভা স্কশিয়ার স্বাস্ত্য কর্মকর্তারা দুই দিনে এক হাজার ১০০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন। টরন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আবদু শারকাউয়ি বলেন, সরকারি তথ্যের চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা বেশি হবে। এটা যে প্রকৃত সংখ্যা স্টো মনে করার কোনো সুযোগ নেই।

হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রগুলো কোভিড পরীক্ষার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ায় অনেক প্রদেশই কেবলমাত্র উপসর্গ দেখা দিলেই পরীক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তা ডা. বনি হেনরি এর আগে বলেন, প্রদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি ও পরীক্ষায় বিলম্ব ঘটছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.