বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

টানা সাতবার টপ প্রডিউসার রিয়েলটর মনির ইসলাম

- Advertisement -
মনির ইসলামের হাতে ট্রফি তুলে দেন রিম্যাক্স ব্রোকার সুরেশ পালামালিঙ্গম ও রাথিস পালালিঙ্গম

টরন্টোর বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ মনির ইসলাম। একাধারে রিয়েলটর এবং বিল্ডার । রিম্যাক্স এইস রিয়েলটি ইনকের একজন রিয়েলটর হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। অপরদিকে বাংলাদেশি কমিউনিটির স্বনামখ্যাত কাস্টমস হাউজ মেকার মনির বিল্ডারস এর সিইও তিনি। তার ঝুঁড়িতে সাফল্য ধরা দিয়েছে সবসময়। ২০১৫ থেকে ২০২০, টানা ছয়বার পেয়েছেন টপ প্রডিউসারসহ একাধিক এ্যাওয়ার্ড। এর ব্যতিক্রম ঘটেনি এবারও।

গত ১৮ ডিসেম্বর স্কারবোরো কনভেনশন সেন্টারে রিম্যাক্স এইস রিয়েলটি ইনকের এ্যানুয়াল গালা ডিনার অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে তাকে টপ প্রডিউসার এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়। মনির ইসলামের হাতে ট্রফি তুলে দেন রিম্যাক্স ব্রোকার সুরেশ পালামালিঙ্গম ও রাথিস পালালিঙ্গম । একইসঙ্গে মনির ইসলাকে মিলেনিয়ার’স ক্লাব এ্যাওয়ার্ড, ডায়মন্ড ক্লাব এ্যাওয়ার্ড, আনম্যাচড ডেডিকেশন এ্যাওয়ার্ড, টপ লিস্টিং এ্যাওয়ার্ডও প্রদান করা হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মনির ইসলামের সহধর্মিনী ও রিয়েলটর মম ইসলাম।তিনি পেয়েছেন প্লাটিনাম এ্যাওয়ার্ড।

- Advertisement -

রিম্যাক্স ব্রোকার সুরেশ পালালিঙ্গম বলেন, এই ব্রোকারেজে জয়েন করার পর থেকেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন মনির ইসলাম। প্রতিবছর সে ট্রিমেন্ডাস জব করেছে। অন্যান্য এজেন্টদের কাছে সে একটা দৃস্টান্ত। সে বিনয়ী, ট্যালেন্টেড এবং পরিশ্রমী। সে একজন আইডল রিয়েলটর।

সাপ্তাহিক বাংলামেইল এবং এনআরবি টিভিকে দেয়া প্রতিক্রিয়ায় মনির ইসলাম বলেন, এই অর্জন এবং সাফল্যের মূলে আমার সকল ক্লায়েন্ট। তাদের আস্থা আর বিশ্বাসের কারণেই আমার সেল ভলিউম বেড়েছে। আমি সবসময় চেস্টা করেছি সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে। ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

পুরো আয়োজনটি ধারণ করে এনআরবি টিভি। জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে এই আয়োজনের। বাংলামেইল ও এনআরবি টিভি পরিবারের পক্ষ থেকে মনির ইসলামকে অভিনন্দন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.