শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

কনভার্সন থেরাপি বন্ধে কনজার্ভেটিভদের সমর্থন

- Advertisement -
হাউজে প্রস্তাবটি অনুমোদন হওয়ার পর লিবারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি বলেন, কনজার্ভেটিভ ককাসে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত

হাউজ অব কমন্সে বুধবারের দৃশ্যটা ছিল অন্যরকম। উল্লাসের পাশাপাশি এক দলের এমপিদের অন্য দলের এমপিদের আলিঙ্গন করতে দেখা যায়। কারণ, কানাডার এলজিবিটিদের জন্য কনর্ভাসন থেরাপি বন্ধে বিল আনার রাস্তা তৈরি করে দিতে কনজার্ভেটিভ পার্টির এমপি রব মুরের প্রস্তাবের প্রতি সর্বসম্মত সমর্থন।

দ্য কানাডিয়ান প্রেস জানায়, নিয়মিত বিতর্ক এড়ানোর প্রস্তাবে কোনো এমপি বিরোধিতা না করায় সপ্তাহের গোড়ার দিকে আনা আইনটি এখন সেনেটে যাবে।

- Advertisement -

বুধবারের অধিবেশনে কনজার্ভেটিভ পার্টির জাস্টিস ক্রিটিক রব মুর প্রস্তাবটি আনেন। এদিন শুরুর দিকে টরিদের ককাসে এ নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল কনজার্ভেটিভ নেতা এরিন ও’টুলের কাছ থেকে। বৈঠক থেকে বেরোনোর পর সাংবাদিকদের তিনি বলেন, তার ককাস বিলটির পথ দ্রুত করার পরিকল্পনা করছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

হাউজে প্রস্তাবটি অনুমোদন হওয়ার পর লিবারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি বলেন, কনজার্ভেটিভ ককাসে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ইস্যুটিতে কনজার্ভেটিভ ককাসের অনেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কানাডিয়ানদের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন।

সেক্সচুয়াল অরিয়েন্টেশন অথবা লিঙ্গ পরিচয় বদলে ফেলতে প্রচলিত কনভার্সন থেরাপি ক্ষতিকর প্রথা হিসেবে ধরা হয়ে প্রথা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

প্রথাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে কনজার্ভেটিভদের আইন প্রস্তাব এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের কৃতজ্ঞতা প্রকাশকে নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, কয়েক মাস আগেও এমনটা ছিল না। বিলের পুরনো সংস্করণ নিয়ে সে সময়র প্রশ্ন তুলেছিলেন এমপিরা। সে সময় এরিন ও’টুলের দলের ১১৯ জন এমপির মধ্যে ৬২ জন এর বিপক্ষে ভোট দিয়েছিলেন। হাউজে বিলটি পাস হলেও সিনেট থেকে পাস করাতে ব্যর্থ হয় সরকার। নির্বাচন ঘোষণার পর পরবর্তীতে বিলটির মৃত্যু ঘটে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.