সোমবার, মার্চ ১৮, ২০২৪
-0.4 C
Toronto

Latest Posts

জানুয়ারির মধ্যেই অন্টারিওর আইসিইউতে ২০০ কোভিড রোগী

- Advertisement -
অন্টারিও হেলথের মেডিকেল ভাইস প্রেসিডেন্ট ডা. ক্রিস সিম্পসন

অন্টারিওর আইসিইউগুলোতে জানুয়ারির মধ্যেই ২০০ কোভিড রোগীকে চিকিৎসা দিতে হতে পারে বলে নতুন মডেলিংয়ে বলা হয়েছে। অন্টারিও হেলথের মেডিকেল ভাইস প্রেসিডেন্ট ডা. ক্রিস সিম্পসনের মতে, চতুর্থ ঢেউয়ের মধ্যে প্রদেশজুড়ে স্বাস্থ্যসেবা হ্রাস পাওয়ার সম্ভাবনা কম।

দ্য কানাডিয়ান প্রেসকে তিনি বলেন, আইসিইউতে রোগী ২৫০ থেকে ৩০০ জন হলে হাসপাতালে অজরুরি সেবা কমিয়ে আনার নির্দেশ দিতে হয়। আমরা এখন তার কাছাকাছি অবস্থান করছি।

- Advertisement -

যদিও এক বছর আগে আইসিইউতে রোগী সংখ্যা ১৫০ জন হলে স্বাস্থ্যসেবা চালু রাখতে অস্ত্রোপচার বন্ধ করাসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা বলেছিল সরকার। মহামারিকালে অন্টারিওতে এ ধরনের পদক্ষেপ গত এপ্রিলেই নেওয়া হয়। ভয়াবহ তৃতীয় ঢেউয়ের সময় পদক্ষেপগুলো নেওয়া হয়।

কয়েক সপ্তাহ ধরে আইসিইউতে কোভিড রোগীর সংখ্যা ১৩০ এর আশপাশে ঘোরাফেরা করছে। বুধবারও ১৩৭ জন রোগী আইসিইউতে ছিলেন। তবে স্থানীয় কিছু হাসপাতাল বাদ দিলে সামগ্রিকভাবে হাসপাতাল ব্যবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানান সিম্পসন। তিনি বলেন, এখন সংখ্যাটি সম্ভবত ২৫০ অথবা ৩০০। আমি বলতে চাইছি এটাই কৌশলগত সংখ্যা আইসিইউ রোগীর যেখানে পৌঁছলে প্রদেশজুড়ে অজরুরি সেবা কমিয়ে আনা শুরু হবে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ, আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে রোগী স্থানান্তর ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে তা সামাল দেওয়া থেকে শিক্ষা গ্রহণ এর মধ্যে অন্যতম। ভ্যাকসিনেশনও বেশি সংখ্যক মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে সুরক্ষা দিচ্ছে।

অন্টারিওর কোভিড-১৯ সায়েন্স টেবিল যে পূর্বাভাস দিচ্ছে তাতে প্রদেশে সংক্রমণের রেখাটি কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তায় বড় হয়ে দেখা দিয়েছে। কারণ, গত মাসের শেষ দিক থেকে অনেক পাবলিক প্লেসে ধারণক্ষমতার সীমা তুলে নেওয়া হয়েছে এবং ঠান্ডা আবহাওয়া মানুষকে ইনডোরে ঠেলে দিচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.