মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

ওএইচআইপি-আবৃত সেবায় অন্টারিওর তহবিল পর্যাপ্ত নয়

- Advertisement -
ফাইল ছবি

অন্টারিওর অপটোমেট্রিস্টরা শিশু ও জ্যেষ্ঠ নাগরিকদের চক্ষু পরীক্ষা শুরু করেছেন। তহবিল জটিলতাকে কেন্দ্র করে প্রদেশে বিমাকৃত চক্ষু সেবাদান ১ সেপ্টেম্বর থেকে প্রত্যাহর করেছিলেন অপটোমেট্রিস্টরা।

অন্টারিও অ্যাসোসিয়েশন অব অপটোমেট্রিস্টস সোমবার এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় রাজি হয়েছেন তারা। এর ফলে মঙ্গলবার থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কানাডার অন্যান্য অঞ্চলে চক্ষুসেবার তহবিল যেভাবে হয়ে থাকে এখানেও একই ধরনের টেকসই মডেলের ব্যাপারে আলোচনা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

- Advertisement -

এ ব্যাপারে সময়োপযোগী ও ন্যায্য চুক্তিতে উপনীত হতে প্রদেশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট। এক বিবৃতিতে তিনি বলেন, অন্টারিও অ্যাসোসিয়েশন অব অপটোমেট্রিস্টস আমাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি হওয়ায় আমি খুশি।

অপটোমেট্রিস্টদের অভিযোগ, ওএইচআইপি-আবৃত সেবায় অন্টারিওর তহবিল পর্যাপ্ত নয়। এ কারণে এ বাবদ ব্যয়ের ৪৫ শতাংশ সেবাগ্রহীতদের নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেন, ভুতাপেক্ষ খরচ বাবদ সরকার ৩ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্থছাড় ৮ দশমিক ৪৮ শতাংশ বাড়ানোর ব্যাপারে তৈরি।

যদিও অপটোমেট্রিস্টরা বলছেন, ৮ দশমিক ৪৮ শতাংশ বাড়ানো হলে প্রতি পরীক্ষাবাবদ ৪৮ ডলার যাবে। কিন্তু প্রতিটি চক্ষু পরীক্ষায় খরচ হয় ৭৫ থেকে ৮০ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.