বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
2.5 C
Toronto

Latest Posts

ভ্যাকসিনেশনে ধীর গতিতে তোপের মুখে অন্টারিও সরকার

- Advertisement -

ছুটির দিনে ভ্যাকসিনেশনের গতি কম হওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়েছে অন্টারিও সরকার। এ অবস্থায় ভ্যাকসিনেশন পরিকল্পনায় আরও স্বচ্ছতা আনার দাবি তুলেছেন বিরোধী দলের আইন প্রণেতারা।

- Advertisement -

সরকারের তরফ থেকে বলা হয়েছে, প্রদেশের ১৯টি ভ্যাকসিনেশন ক্লিনিকের মধ্যে রোববার খোলা ছিল পাঁচটি। ১০টি চালু ছিল সোমবার। তবে মঙ্গলবার থেকে সব ভ্যাকসিনেশন ক্লিনিক খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রদেশের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের ৯০ হাজার ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করা হয়েছে এখন পর্যন্ত ১১ হাজার ডোজ। ভ্যাকসিনেশনের এ ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সমালোচকরা। তাদের মধ্যে স্বাস্থ্য খাতের ব্যক্তিরাও আছেন। আর বিরোধী দলীয় আইন প্রণেতারা ভ্যাকসিনেশন পরিকল্পনায় আরও স্বচ্ছতা দাবি করেছেন।

এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়াথ এক বিবৃতিতে বলেছেন, দুই সপ্তাহ আগেই অন্টারিওতে ভ্যাকসিন পৌঁছে গেছে। কিন্তু সরকার সেগুলো অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে প্রয়োগ না করে, পরিবহনের উপায় খুঁজতেই হিমশিম খাচ্ছে।

জনপ্রতি ভ্যাকসিন প্রয়োগে অন্টারিও অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেন লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডুকা। তিনি বলেন, ভ্যাকসিন হচ্ছে টানেলের শেষ প্রান্তের আলো। এটির প্রয়োগ যদিও এক সপ্তাহও বিলম্ব হয় তাহলেও এর পরিণতি খারাপ হবে। আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকলেও প্রয়োগ হয়েছে খুবই কম। প্রয়োগে বিলম্বের পেছনে কোনো অজুহাতই গ্রহণযোগ্য হয়।

ভ্যাকসিনেশনের ধীর গতির জন্য কর্মী স্বল্পতা দায়ি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দ্রা হিলকেন। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, কোভিড-১৯ এর সংক্রমণ লং-টার্ম কেয়ার হোম ও হাসপাতালে কর্মী সংকট তীব্র করে তুলেছে। এ কারণেই ছুটির দিনে কম ভ্যাকসিনেশন খোলা রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল।

ভ্যাকসিনেশনের গতি কমিয়ে আনা পূর্ব পরিকল্পিত নয় বলে দাবি করেছেন অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্থনি ডেল। এক টুইট বার্তায় তিনি বলেন, ভ্যাকসিনেশনের দায়িত্ব হাসপাতালগুলো নিয়েছে সত্য। তাই বলে হাসপাতালই ভ্যাকসিন বিতরণের একমাত্র মাধ্যম হতে পারে না। অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে বিতরণ পদ্ধতিতে বৈচিত্র্য আনা দরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.