মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
8 C
Toronto

Latest Posts

ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্টিং শুরু

- Advertisement -

গত সোমবার থেকে অন্টারিও প্রদেশে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্টিং চালু হয়েছে। তার অন্যতম কারণ, যাতে করোনার নতুন ভেরিয়েন্ট বলে পরিচিত জীবাণুটি যেন সহজেই বিস্তৃতি লাভ করতে না পারে। প্রাদেশিক সরকার তা শুক্রবারই সে ঘোষণাটি দিয়েছেন। এতে একই দিন ফেডারেল সরকারও অনুরূপ আরেকটি ঘোষণা দিয়েছেন, যা আগামী সপ্তাহে কার্যকর হতে যাচ্ছে।

- Advertisement -

আর ফেডারেল সরকারের অনুরূপ ঘোষণার ফলে প্রিমিয়ার ডগ ফোর্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রশংসচিত্তে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কেন্দ্রীয় সেই পদক্ষেপটি বাস্তবায়নের আগেই প্রাদেশিক সরকার তার নিজস্ব উদ্যোগটি বাস্তবায়ন করতে যাচ্ছে।

ফলশ্রুতিতে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে সেই টেস্টিং বা পরীক্ষণটি সোমবার থেকে চালু করা হয়েছে এবং ক্রমান্বয়ে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে একান্নবর্তী স্থল সীমান্তেও পর্যায়ক্রমিক চালু করা হবে।

একইভাবে সোমবার থেকে দক্ষিণ অন্টারিওর চারের অধিক জনস্বাস্থ্যের আওতাধীন স্কুল খুলে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রাদেশিক শিক্ষা মন্ত্রী স্টিফেন লেচে বলেছেন, রাজধানী অটোয়া, পূর্ব অন্টারিও, দক্ষিণ-পশ্চিম ও মিডলসেক্স-লন্ডনের জনস্বাস্থ্যের আওতাধীন স্কুলগুলোও শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে খুলে দেয়া হচ্ছে। কিন্তু মহামারিতে অপরাপর অঞ্চলগুলো ব্যাপক আক্রান্ত হওয়ায় সেখানকার স্কুলগুলো আপাতত বন্ধ থাকছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.