শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

২১ জানুয়ারিতেই টরন্টো, পিল, ইয়র্ক, উইন্ডসর-এসেক্সের দীর্ঘমেয়াদি সেবাশ্রমের সকলেই টিকা পাচ্ছেন

- Advertisement -
ফাইল ছবি

২১ জানুয়ারির মধ্যেই টরন্টো, পিল, ইয়র্ক, উইন্ডসর ও এসেক্স সিটিতে অবস্থিত দীর্ঘমেয়াদি সেবাশ্রমের সকলেই টিকা পাচ্ছেন বলে অন্টারিও সরকার জানিয়েছে। গত মঙ্গলবার থেকে এসব স্থানের দীর্ঘমেয়াদি সেবাশ্রমে ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হটস্পট বিবেচনায় নতুন বছরের প্রথম তিন সপ্তাহে সেখানকার সকল বাসিন্দা, কর্মচারি ও পরিচর্যাশীলদের তা দেয়া হচ্ছে।

তবে সরকারি ভাষ্যে কতজন তাতে টিকা পাচ্ছেন, সে সংখ্যাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানানো না হলেও প্রদেশের টিকা টাস্ক ফোর্সের প্রধান রিক হিলিয়ার বলেছেন, তাতে ৫৫ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।

- Advertisement -

গত ২৮ ডিসেম্বর মর্ডানার ৫৩ হাজার ডোজ টিকা অন্টারিও প্রদেশে এসে পৌঁছেছে। ইতিমধ্যে আরও ৫৬ হাজার ডোজ টিকা মর্ডানা থেকে এসে পৌঁছার কথা রয়েছে।

ইতোমধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ডোজ টিকার প্রয়োগ ঘটানো হয়েছে এবং আরও ১ হাজার ডোজ টিকা দীর্ঘমেয়াদী সেবাশ্রমে প্রদানের কথা, যা ৬ জানুয়ারি পর্যন্ত ২৬টি সেবাশ্রমে দেয়া হয়েছে। এক্ষত্রে মর্ডানা টিকা দুটির ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হচ্ছে। আর মর্ডানার ওই টিকা প্রদানের ক্ষেত্রে পাবলিক হেলথ্ ইউনিটের সম্প্রসারণ কার্যক্রমটি অঙ্গাঙ্গী জড়িত।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের রোগ প্রতিরোধক অধ্যাপক কলিন ফার্নেস মনে করেন, দীর্ঘমেয়াদী সেবাশ্রমের সবাইকে সেভাবে টিকাদানটি হবে একটি ‘মাইলস্টোন’ বা মাইলফলক তুল্য।

গত মঙ্গলবার পর্যন্ত অন্টারিও প্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৮ জন, যা শনিবারের রেকর্ড ৩ হাজার ৩৬৩ জনের তুলনায় কিছুটা কম ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.