গত ২৩ শে জুলাই (রবিবার) স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন ২০২৩। প্রতিবছরের মত এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয় এই বনভোজন। ১২০০ এরও বেশী অতিথির আগমনে সরগরম হয়ে উঠে থমসন মেমোরিয়াল পার্কের পিকনিক স্পটসমূহ।
পিকনিক স্পটে স্হাপন করা হয় একটি আকর্ষনীয় ডিজাইনের ফটোবুথ। সমাবেত অতিথির সবাইকেই দেখা যায় ফটোবুথের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। বনভোজনে খাবারের মধ্যে ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস, বুটের ডাল, মুরগীর রোস্ট,শুটকি সহ নানারকমের আয়োজন। খাবার শেষে বিশেষ আকর্ষন হিসাবে ছিল পান-সুপারির ব্যাবস্হা। অনুষ্ঠানের একটি বড় আকর্ষণ ছিল পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ক্যাটাগরীটে ক্রীড়া প্রতিযোগীতা। সবার শেষে ছিল র্যাফেল ড্র, যার প্রথম পুরষ্কার হিসাবে ছিল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর স্পন্সরে টরন্টো-লন্ডন-টরন্টো এর বিমান টিকেট।
টরন্টোর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিত্ব, জালালাবাদের সম্মানিত স্পন্সরবৃন্দ, ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ সহ সর্বস্তরের টরন্টোবাসী পিকনিকে উপস্হিত ছিলেন। পিকনিকের সার্বিক দায়িত্বে ছিলেন পিকনিকের কনভেনর হোসেইন আহমেদ (লনি), কো-কনভেনর ফারুক আহমেদ এবং সদস্য সচিব মেহেদী চৌধুরী। সার্বিক সহায়তায় ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) এবং সাধারণ সম্পাদক মেহেদী মারুফ।
অতিথি আপ্যায়ন আপ্যায়ন ও অভ্যর্থনার দায়িত্বে ছিলেন সংগঠনের তিন সহ-সভাপতি ফজলুল করিম, স্বর্নালী মুক্তা এবং আসজাদ বখত চৌধুরী। খাবারের আয়োজনে ছিলেন রাসেল আহমেদ, আবু জহির শাকিব, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, নাহিদ আহমেদ, হাসান তারেক ইমাম, রাফে চৌধুরী, লায়েক চৌধুরী, সঞ্জীব রায়, আমানুর চৌধুরী, গিয়াস রহমান, রাহী রহমান, আবুল কালাম আাজাদ, আহমেদ শিপলু এবং জুনায়েদ আহমেদ। ক্রীড়া প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন জুয়েল আহমেদ, নাহিদ আহমেদ, রিফ্ফাত নূয়েরীন, ইলিয়াছ খান, আহমেদ জয়, জাহানারা নাসিমা, নাঈম চৌধুরী এবং তাহমিনা চৌধুরী। ফাইনান্সের দায়িত্বে ছিলেন মাসুম মুনীম, তাফাসিন চৌধুরী এবং বিবেক সেন।
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ২০২৩-এর বার্ষিক বনভোজন সিলেট বিভাগ ছাপিয়ে হয়ে উঠেছিল সমগ্র বাংলাদেশবাসীর মিলন মেলায়। এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা । প্রেস বিজ্ঞপ্তি।