মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
17.4 C
Toronto

Latest Posts

ক্যানাবিস প্রদর্শনের ব্যাপারে আইন সংশোধনের পরিকল্পনা

- Advertisement -
পট শপের লাইসেন্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রাদেশিক সংস্থাটি বলছে, নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়ায় ক্যানাবিসের দৃশ্যমাণতার বিষয়ে তারা মন্তব্য সংগ্রহ করছে। ১১ জুলাই থেকে এ ব্যাপারে মতামত সংগ্রহ করা হবে

আইন সংশোধনের পরিকল্পনা করছে অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও। ক্যানাবিস স্টোরগুলোর বাইরে থেকে যাতে পট দেখা না যায় সেটা নিশ্চিত করাই এর লক্ষ্য।

পট শপের লাইসেন্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রাদেশিক সংস্থাটি বলছে, নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়ায় ক্যানাবিসের দৃশ্যমাণতার বিষয়ে তারা মন্তব্য সংগ্রহ করছে। ১১ জুলাই থেকে এ ব্যাপারে মতামত সংগ্রহ করা হবে। এর ভিত্তিতে নীতিমালায় পরিবর্তন আনা হবে কিনা স্টোরগুলোকে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।

- Advertisement -

স্টোরের বাইরে থেকে ক্যানাবিসের দৃশ্যমানণতা বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে অপ্রাপ্তবয়স্করা যাতে এর প্রতি আসক্ত না হয় সেটা নিশ্চিত করা। নিয়ম পরিপালনের অংশ হিসেবে অধিকাংশ স্টোর তাদের দরজা ও জানালাগুলো বন্ধ রাখে। অথবা ভেতরে আরেকটি দেওয়াল তুলে দেয়, যার ফলে পটগুলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তিদের গোচরে আসে না।

ব্যাপক হারে ডাকাতি বেড়ে যাওয়ায় গত গ্রীষ্মে স্টোরের জানালা বন্ধ করে দিতে বাধ্য হয় আলবার্টার ক্যানাবিস নিয়ন্ত্রক সংস্থা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.