শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
18.8 C
Toronto

Latest Posts

মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

- Advertisement -

গত ২৪ জুন শনিবার বিকাল ৭টায় টরন্টোস্থ ড্যানফোর্থ এভিনিউও ধানসিঁড়ি রেস্টুরেন্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান । সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রনি ।

- Advertisement -

আগামী ১৬ জুলাই রবিবার বার্ষিক বনভোজন ২০২৩ আয়োজন উপলক্ষে পিকনিক কমিটি গঠন করা হয়। পিকনিক কমিটির কনভেনার মিজানুর রহমান বাদল, কো-কনভেনার আশিকুর রহমান আশিক ও কো-কনভেনার শরিফ খান।

এবারের পিকনিকের বিশেষ আর্কষল থাকবে রাফেল ড্র’র প্রথম দুই পুরস্কার। এয়ার টিকেট থাকছে টরন্টো টু ভ্যানকুভার রির্টান টিকেট (কাপল)। তাছাড়া থাকছে বিশেষ সুস্বাদু খাবারের ব্যবস্থা ও বিক্রমপুরের রসগোল্লা।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ মাহবুব আলম, কনভেনার মিজানুর রহমান বাদল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ-সভাপতি দেওয়ান সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সচিব দেলোয়ার খান এছাড়াও টেলিফোনে যুক্ত হন অনেকেই।
ফারুক খান দল-মত নির্বিশেষে বিক্রমপুরবাসীকে ১৬ জুলাই পিকনিকে আশার জন্য আমন্ত্রণ জানান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.