
প্রতিবারের মতো এবারও ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ আলোকিত করেছেন কানাডার মূলধারার রাজনীতিকরা। ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি, বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম, বিচেস-ইস্টইয়র্কের কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, স্কারবোরো গিল্ডউডের এমপিপি, সাবে মন্ত্রী মিটজি হান্টার, স্কারবোরো সেন্টারের এমপি, সিটিজেনশীপ এবং ইমিগ্রেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ার
সালমা জাহিদ, ফ্লানবোরো-গ্লানব্রুক থেকে নির্বাচিত এমপি এবং কনজারভেটিভ পার্টি অব কানাডার প্রধান নেতা পিয়েরে পলিয়েভের এর প্রতিনিধি হিসেবে ড্যান মুইস এমপি, টরন্টোর পুলিশের সাবেক চীফ মার্ক সান্ডারস ও সাবেক এমপি টরন্টো সিটির মেয়র প্রার্থী অলিভিয়া চাও।