বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1 C
Toronto

Latest Posts

ইতিবাচক পারিবারিক সম্পর্ক অপরিহার্য : কানাডিয়ান সেন্টারের আলোচনায় অভিমত

- Advertisement -

ইতিবাচক পারিবারিক সম্পর্ক গড়ে তোলার জন্য পরিবারের সকল সদস্যের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি প্রয়োজন। খোলামেলা এবং সৎ যোগাযোগের চর্চা, কৃতজ্ঞতা প্রকাশ এবং স্বাস্থ্যকর উপায়ে দ্বন্দ্ব সমাধান করে, পরিবারগুলিকে শক্তিশালী ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন যা সারাজীবন স্থায়ী হতে পারে। ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য ইতিবাচক পারিবারিক সম্পর্ক অপরিহার্য। বেসরকারী সংস্থা কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশান এন্ড নলেজ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। গত ৭ মে রবিবার, টরন্টোর ডেনফোর্থস্থ এক রেস্তারায় অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার ২৫জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisement -

কানাডিয়ান সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক তৌহিদা চৌধুরী। ইতিবাচক পারিবারিক সম্পর্ক প্রয়োজনীয়তা তুলে ধরে তৌহিদা চৌধুরী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলো দৃঢ় ও শক্তিশালি করতে পারি। সিবিএন টুয়ান্টি ফোরের প্রধান সম্পাদক, সাংবাদিক মাহবুব ওসমানি তাঁর ব্যক্তিগত জীবনে পারিবারিক শিক্ষার উদাহরণ তুলে ধরে বলেন, আমরা যে যে ধর্ম পালন করিনা কেন, সব ধর্মই আমাদের বিনয় শেখায়। আর বিনয় এবং পরিবারিক শিক্ষার মাধ্যমে আমরা ইতিবাচক সম্পর্ক গড়তে পারি। নারী অধিকার কর্মী রীণা সেন গুপ্তার মতে ইতিবাচক পারিবারিক সম্পর্ক নিরাপত্তা, আত্মীয়তা এবং ভালবাসার অনুভূতি প্রদান করে যা ব্যক্তিদের তাদের জীবনের সমস্ত দিকগুলিতে উন্নতি করতে সাহায্য করে। লেখক ও বিহেভিয়ারাল থেরাপিস্ট তাসমিনা খান বলেন, ইতিবাচক সম্পর্ক সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

কানাডিয়ান সেন্টার আয়োজিত এ আলোচনায় সমাজকর্মী মঈন চৌধুরী বলেন, ইতিবাচক পারিবারিক সম্পর্কের অভাবে পরিবারে বিচ্ছেদ, কলহ বাড়ছে। এর অবসান প্রয়োজন। সেটেলমেন্ট ওয়ার্কার ইয়াসমীন আশরাফ বলেন, ইতিবাচক পারিবারিক সম্পর্ক গড়তে প্যরেন্টিং এর ভুমিকা বেশ গুরুত্বপুর্ণ। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শামসুল আরেফীন, আমিনুল ইসলাম রিপন, আরজু আখতার, শান্তা কোরেশি, নাসিমা আখতার প্রমুখ।

উল্লেখ্য, গভর্ণমেন্ট অব কানাডার উইমেন এন্ড জেন্ডার ইকু্ইটি-ও কানাডিয়ান উইমেন ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় কানাডিয়ান সেন্টার একটি প্রকল্প পরিচালনা করছে । এরই অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.