
চীন সরকারের সম্ভাব্য সংযোগ এমন দুটি অনুদানের বিষয়ে তদন্তের জন্য পিয়েরে ট্রুডো ফাউন্ডেশনের তদন্তের অনুরোধ এখনো পর্যালোচনা করে দেখছে ফেডারেল অডিটর জেনারেলের অফিস। ফাউন্ডেশনের অন্তবর্তী বোর্ড প্রধান অডিটর জেনারেলের অফিসে লেখা এক চিঠিতে বলেছেন, ২০১৬ ও ২০১৭ সালে মোট ১ লাখ ৪০ হাজার ডলারের অনুদানের বিষয়টি যদি অডিটর জেনারেল কারেন হোগান তদন্ত করেন তাহলে তারা তাকে স্বাগত জানাবেন।
ফাউন্ডেশন নিজেদেরকে স্বাধীন, দলনিরপেক্ষ একটি স্কলারশিপ সংস্থা হিসেবে পরিচয় করিয়ে দেয়।কিন্তু চীনা বিলিয়নিয়ার ঝ্যাং বিন এব্ং আরেক চীনা ব্যবসায়ী নিউ জেনশেংয়ের অনুদানের রাজনৈতিকীকরণ নিয়ে এর প্রধান নির্বাহী ও অধিকাংশ বোর্ড সদস্য পদত্যাগ করেছেন।
অন্তর্বর্তী বোর্ড চেয়ারম্যান এডওয়ার্ড জনসন তার চিঠিতে বিতর্কের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ২০১২ সালে ফাউন্ডেশনটি যখন শুরু হয় তখন ফেডারেল সরকারের কাছ থেকে ১২ কোটি ৫০ লাখ ডলার পেয়েছিল।
ফাউন্ডেশনের একজন মুখপাত্র বলেন, এর ফলে সংস্থাটি ফেডারেল অডিটর জেনারেলের নিরীক্ষার আওতায় এসেছে বলে তারা বিশ^াস করেন। কিন্তু হোগানের কার্যালয়ং বলেছে, তারা এখনো বিষয়টি মূল্যায়ন করে দেখছেন।
অডিটর জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, ফেডারেল সরকারের বিভাগ ও সংস্থা, ক্রাউন কর্পোরেশন এবং দেশের তিনটি আঞ্চলিক সরকার ও তাদের সংস্থাগুলোর কার্যক্রম তারা নিরীক্ষা করে থাকে।