
ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য গত বছর ৫ কোটি ২০ লাখ ডলার সংগ্রহ করা হয় বলে জানিয়েছে ইউক্রেনিয়ান কানাডিয়ান সংগঠন ইউক্রেন হিউম্যানিটেরিয়ান রিলিফ কমিটি। ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে পড়ায় কানাডিয়ানদের কাছে আরও অনুদান চেয়েছে তারা।
ইউক্রেনিয়ান হিউম্যানিটেরিয়ান রিলিফ কমিটির চেয়ার ভিক্টর হেটমানজুক বলেন, গত বছর ৭২ হাজার কানাডিয়ানের কাছ থেকে এই অনুদান পাওয়া গিয়েছিল।
ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট আলেক্সান্দ্রা শিয়িজ বলেন, কানাডিয়ানদের এই সহায়তার জন্য তার সংগঠন এবং তিনি যাদের সঙ্গে কাজ করেন তারা কৃতজ্ঞ। অনুদানের অর্থ ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্থ এবং যারা সহিংসতার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ও কানাডায় এসেছেন তাদের জন্য ব্যয় হয়েছে। যুদ্ধ কবে নাগাদ শেষ হবে সে ব্যাপারে কোনো ইঙ্গিত না মেলায় কানাডিয়ানদের এই সহায়তা অব্যাহত থাকাটা জরুরি।
গ্লোবাল মেডিকের নির্বাহী পরিচালক রাহুল সিং বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা সেখানকার লোকদের বিদ্যুৎ ও খাবার পানির অভাবের মধ্যে ফেলে দিয়েছে। ইউক্রেনে এই মুহূর্তে ১ কোটি ৮০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। সংখ্যাটা অত্যধিক বেশি।