
র্যানসামওয়ার হামলায় ইন্ডিগো বুকস অ্যান্ড মিউজিক ইনকর্পোরেশনের বর্তমান ও সাবেক কিছু কর্মীর উপাত্ত বেহাত হয়ে গেছে বলে জানিয়েছে কানাডার বৃহত্তম বুকস্টোর চেইনটি। তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইন্ডিগো বলেছে, ৮ ফ্রেব্রুয়ারির ওই হামলায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড নাম্বারে হামলাকারীরা প্রবেশ করতে পেরেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু কিছু কর্মীর তথ্যে প্রবেশ করতে পেরেছে হামলাকারীরা।
টরন্টোভিত্তিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠানটি বলেছে, দুই বছরের জন্য বিনামূল্যে ক্রেডিট মনিটরিং ও কর্মীদের তথ্য সুরক্ষা চেয়ে কনজ্যুমার রিপোর্টিং এজেন্সি ট্রান্সইউনিয়ন অব কানাডার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সাইবার হামলায় ইন্ডিগোর ওয়েবসাইট ও অ্যাপ বিকল হয়ে পড়ায় নির্দিষ্ট কিছু বই ছাড়া গ্রাহকদের অনলাইনে ক্রয়াদেশ দিতে পারছেন না। দুই সপ্তাহের বেশি সময় আগে হামলার ঘটনা ঘটলেও নগদে স্টোর থেকে বিক্রির প্রক্রিয়াই কেবল এখন পর্যন্ত চালু করতে পেরেছে ইন্ডিগো। এছাড়া ওভার-দ্য-কাউন্টার ক্রেডিট ও ডেবিট কার্ডে মূল্য পরিশোধ এবং পণ্য বিনিময় ও ফেরতের পদ্ধতিটি চালু করতে সমর্থ হয়েছে তারা।
এ ঘটনা তদন্তে ও সমাধানে তৃতীয় পক্ষের বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছে কোম্পানিটি। তবে এটা যে র্যানসামওয়ার ছিল এ সপ্তাহ পর্যন্তও তা স্বীকার করেনি ইন্ডিগো। বিবৃতিতে তারা বলেছে, বর্তমান ও সাবেক কর্মীদের অবহিত করা যাচ্ছে যে, তাদের তথ্য বেহাত হয়ে থাকতে পারে।
সাইবার হামলার মাধ্যমে উপাত্ত হাতিয়ে নেওয়া কর্পোরেট ও সরকারি খাতে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কানাডিয়ান খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরের শেষ দিকেও সাইবার হামলার শিকার হয় সবেজের মূল কোম্পানি এম্পায়ার কোম্পানি লিমিটেড।