বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1 C
Toronto

Latest Posts

সুব্রত কুমার দাস রচিত ‘উৎস থেকে পরবাস’ গ্রন্থের পাঠ-উন্মোচন

- Advertisement -
সুব্রত কুমার দাস রচিত “উৎস থেকে পরবাস” গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও চিত্রী অশোক চক্রবর্তীসহ অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারী শিল্পীরা।

লেখক, গবেষক এবং কমিউনিটির প্রিয়মুখ সুব্রত কুমার দাসের সাম্প্রতিক “উৎস থেকে পরবাস” গ্রন্থের পাঠ উন্মোচন হয় গত ৪ মার্চ টরন্টোর ৯ ডজ রোডের ক্যানাডিয়ান লিজিয়ন হলে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও চিত্রী অশোক চক্রবর্তী। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান এনআরবি টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলামেইলের পক্ষে স্বাগত বক্তব্য দেন শহিদুল ইসলাম মিন্টু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সমাজকর্মী ও রাজনীতিক মহসিন ভুঁইয়া।

- Advertisement -

আবৃত্তিশিল্পী সামিনা চৌধুরির পরিচালনায় অনুষ্ঠানে কলকাতা থেকে ভিডিও বক্তব্য দেন সর্বজনশ্রদ্ধেয় ড দিলীপ চক্রবর্তী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কবি দেলোয়ার এলাহী এবং ব্যাংকার সুব্রত দত্ত।

সভাপতির বক্তব্যে কবি অশোক চক্রবর্তী সুব্রতের প্রশংসা করে বলেন, কানাডীয় সাহিত্যিকদের নিয়ে কাজ করে বাংলা ভাষায় পরিচিতি করানো সুব্রতের সবচেয়ে বড়ো কাজ। তিনি বলেন দীর্ঘকাল কানাডায় থেকেও যেটির কথা কেউ ভাবেননি সুব্রত সেটি ভেবেছেন এবং করে দেখিয়েছেন। সামগ্রিক দৃষ্টি নিয়ে সুব্রত যে কাজটি করেছেন, সেটি ওর আগে কেউ করেননি।
স্বাগত বক্তব্যে শহিদুল ইসলাম মিন্টু নবপ্রকাশিত এই বইয়ের পাতায় পাতায় এনআরবি টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলা মেইলের স্পর্শের কথা আনন্দের সাথে উল্লেখ করেন। নতুন লেখকদের বই প্রকাশে সুব্রতের সহযোগিতামূলক মনোভাবকেও তিনি প্রশংসা করেন।

সাহিত্য রচনা ছাড়াও সুব্রত কুমার অন্যান্য কর্মকাণ্ডের উপরেও মহসিন ভুঁইয়া আলোকপাত করেন। তিনি বলেন, সুব্রত কুমার দাস শুধু টরন্টোতে বা অন্টারিওতে নন, সারা কানাডায় একজন পরিচিত বাঙালি মুখ।

অনেকেরই জানা আছে ঢাকার মূর্ধন্য থেকে প্রকাশিত এই গ্রন্থটি একটি সাক্ষাতকারভিত্তিক আত্মজীবনী। সাক্ষাৎকার নিয়েছিলেন লেখক ও উপস্থাপক দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক। অনুষ্ঠানে তিনিও বলেন তার কথা। সুব্রত কুমার দাস রচিত গ্রন্থসমূহের উপর আলোকপাত করেন লেখক ও সংস্কৃতিকর্মী মম কাজী। কানাডায় সুব্রত কুমার দাসের অর্জন নিয়ে বলেন লেখক ও শিল্পী তাসমিনা খান। ইউনেস্কোর সাথে সুব্রতর সম্পৃক্ততা নিয়ে কথা বলেন বিশিষ্ট সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মাহবুব ওসমানী।

অনুষ্ঠানে সুব্রত কুমার দাসের প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান জনপ্রিয় শিল্পী ড মমতাজ মমতা। প্রিয় নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী অমল দেব। লেখকের প্রিয় কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ রচিত “আমি কিংবদন্তির কথা বলছি” থেকে উচ্চারণ করেন বাচিকশিল্পী ও কবি এলিনা মিতা।

উৎস থেকে পরবাস গ্রন্থ থেকে পাঠ করেন বিপ্লব সোম, নাঈমা সিদ্দিকা, চয়ন দাস, শামিমা মিতু, ফারজানা হক বেবী, শারমিন আহমেদ তিথী, ফারজানা চৌধুরী বিন্দু, শ্রেয়সী বোস, রিয়াজ মাহমুদ জুয়েল।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সামিনা চৌধুরির নান্দনিক পরিচালনা এবং উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত হয়।

 

 

 

 

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.