গত ২৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় কানাডার “টরন্টো বাংলা স্কুলে”’ তাদের সাত বছর পূর্তি অনুষ্ঠান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে ৯ ডজ রোডের লিজিয়ন হল মিলনায়তনে ।টরন্টোর বাংলা স্কুলে বাংলা শেখা অর্ধশতাধিক শিশুর কন্ঠে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম, এমপিপি মেরি মার্গারেট মোহন, টরন্টোতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমান, সিটি কাউন্সিলার ব্র্যাড ব্র্যাডফোর্ড, স্কুল বোর্ড ট্রাস্টি নিথেন সান, ব্যারিস্টার রিজওয়ান রহমান, টিটো খন্দকার, ফায়েজুল করিম, রোমন ইসলাম, শাকিল আহমেদ, মোর্শেদ নিজামসহ অনেক শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
টরন্টো বাংলা স্কুলের উদ্যোক্তা জান্নাতুল ইসলাম ডালিম সাত বছর ধরে টরেন্টো বাংলা স্কুলের পাশে থাকার জন্য সকল শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক ও আগত অতিথি এবং অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।