বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

ক্যাফেটু প্রোগ্রামে ফি কার্যকর ধাপে ধাপে

- Advertisement -
ক্যাফেটু প্রোগ্রামের ফি ধাপে ধাপে কার্যকরের পদ্ধতি অনুমোদন করেছে টরন্টো সিটি কাউন্সিল

ক্যাফেটু প্রোগ্রামের ফি ধাপে ধাপে কার্যকরের পদ্ধতি অনুমোদন করেছে টরন্টো সিটি কাউন্সিল। অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে অংশগ্রহণে নিরুৎসাহিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশের পর এই ঘোষণা দিল কাউন্সিল।

মেয়র জন টরি মঙ্গলবার কাউন্সিলের বৈঠকে একটি প্রস্তাবক উপস্থাপন করেন। তাতে প্রোগ্রামের ফি তিন বছরে কার্যকরের প্রস্তাব দেওয়া হয়। সিটি কর্মীরা গত মাসের গোড়ার দিকে বার্ষিক ফির বাইরে এককালীন ৮৬৫ ডলার ফি কার্যকরের প্রস্তাব করেন। তাদের মতে, গড়পড়তা একটি সাইডওয়াক ক্যাফে পরিচালনা বাবদ ফি পরিশোধ করতে হবে ১ হাজার ৪৪৯ ডলার এবং কার্বসাইড ক্যাফের ক্ষেত্রে ৩ হাজার ৭৭ ডলার।

- Advertisement -

নতুন এই ফির ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে সমালোচনা ওঠার পর মেয়র জন টরি সিটি কর্মীদের ফি শিডিউলের বিকল্প নিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন। ৬ ফেব্রুয়ারি দাখিল করা সম্পূরক প্রতিবেদনে কর্মীরা দুই বছর সয়ে পর্যায়ক্রমে এই ফি কার্যকরের সুপারিশ করেন। এর মধ্যে ৫০ শতাংশ পরিশোধ করতে হবে এই বছর। কিন্তু সিটি কাউন্সিলের ২৩-২ ভোটে পাশ হওয়া জন টরির প্রস্তাবে এর পরিবর্তে ক্যাফেটুর ফি চলতি বছর ৬৬ মতাংশ কমানো হয়েছে। এর অর্থ হলো চলতি বছর ব্যবসায়ীদের কেবলমাত্র এককালীন ২৮৫ ডলার পরিশোধ করতে হবে। একই সময়ে পারমিট ফি পরিশোধ করতে হবে সাইডওয়াক প্যাটিওর জন্য প্রতি বর্গমিটারে ১৪ দশমিক ৫৬ ডলার এবং কার্ব লেন প্যাটিওর ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৪৩ দশমিক ৭০ ডলার। পরবর্তী বছরে ফি বাড়বে দুই-তৃতীয়াংশ। আরর সিটি কর্মীদের প্রথমিদেক সুপারিশকৃত ফি পরিশোধ করতে হবে ২০২৫ সালে।

কোভিড-১৯ মহামারির সময় টিকে থাকতে হিমশিম খাওয়া রেস্তোরাঁ ও বারগুলোকে টিকিয়ে রাখতে সাইডওয়ার্ক কার্ব স্পেসগুলোকে বসার জন্য ব্যবহারের জন্য অনুমতি দেয় সিটি কর্তৃপক্ষ। কারণ, ওই সময় ইনডোর ডাইনিং পুরোপুরি নিষিদ্ধ ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.