বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1 C
Toronto

Latest Posts

ডলারের তেজিভাব!

- Advertisement -
২০২৩ সালে লুনির গতিবিধি কী তা অনেকটাই নির্ভর করছে পণ্যমূল্য, মার্কিন ডলার কোন দিকে যায় এবং কেন্দ্রীয় ব্যাংক মন্দা ঠেকাতে সমর্থ হয় কিনা তার ওপর

২০২৩ সালে লুনির গতিবিধি কী তা অনেকটাই নির্ভর করছে পণ্যমূল্য, মার্কিন ডলার কোন দিকে যায় এবং কেন্দ্রীয় ব্যাংক মন্দা ঠেকাতে সমর্থ হয় কিনা তার ওপর। এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি কানাডিয়ান ডলার মার্কিন ডলারের বিপরীতে গত দুই মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় শুক্রবার শক্তিশালী হয়ে ওঠে কানাডিয়ান ডলার। যদিও ২০২৩ সালে মার্কিন ডলার আরও দুর্বল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৩ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে সিআইবিসি বলেছে, ২০২৩ সালে মুদ্রা দুর্বল থাকবে বলেই মনে করা হচ্ছে, যার ফলে পরের প্রান্তিকগুলোতে কানাডিয়ান ডলারের তেজিভাব দেখা যাবে।

- Advertisement -

কানাডার শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যাংকের বিশ্লেষকদের প্রাক্কলন বলছে, ২০২৩ সালের শেষ নাগাদ প্রতি মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মান দাঁড়াবে ১ দশমিক ৩০ ডলার। বর্তমান এই মূল্যমান ১ দশমিক ৩৩ ডলার।

চলতি বছর কানাডিয়ান ডলারের মানের বিষয়টি নির্ভর করছে বাহ্যিক বিষয়ের ওপর, যেমন পণ্যমূল্য, মার্কিন ডলারের মূল্যমাণের ওপর। এমনটা জানিয়ে স্কশিয়া ব্যাংক জানুয়ারির গোড়ার দিকে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলেছে, বছরের শেষ দিকে মার্কিন ডলারের দুর্বলতার ফলে শক্তিশালী হবে লুনি। চলতি বছরের জি১০ভুক্ত দেশগুলোর অনেক মুদ্রার বিপরীতে কানাডিয়ান ডলার দুর্বল থাকতে পারে।

ফ্রাঙ্কলিন টেমপ্লেশন ইনভেস্টমেন্ট সলুশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পোর্টফোলিও ম্যানেজার মাইলে গ্রিনবার্গ বলেন, কেন্দ্রীয় ব্যাংকে নীতির কারণে অর্থনৈতিক শ্লথতা যদি ধারণার চেয়ে বেশি হয় সেক্ষেত্রে দুর্বল হতে পারে লুনি। আর শ্লথতা যদি অতটা না হয় তার অর্থ দাঁড়াবে কানাডিয়ান ডলারের সবলতা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.