
নগরীর ট্রানজিট সিস্টেমে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় টিটিসিজুড়ে উপস্থিতি বাড়াচ্ছে টরন্টো পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টরন্টো পুলিশের প্রধান মাইরন ডেমকিউ এই ঘোষণা দেন। টরন্টো মেয়র জন টরি এবং টিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রিক রিয়ারি এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ প্রধান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রানজিট ব্যবস্থায় সক্রিয়ভাবে আমাদের উপস্থিতি বৃদ্ধি করছি। যদিও এটা ঠিক যে, ট্রানজিট ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে আরও কিছু করতে হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে টিটিসি নেটওয়ার্কে প্রতিদিন ৮০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন থাকবে। তারা অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদার করবেন।
সপ্তাহজুড়ে টিটিসিতে সহিংতার পর এই ঘোষণা এলো। এর আগে স্ট্রিটকারে এক নারীকে ছুরিকাঘাত করে অপরিচিত এক ব্যক্তি। এতে গুরুতর জখম হন ওই নারী। এছাড়া দুই ট্রানজিট কর্মীকে তাড়া করে দুর্বৃত্তরা এবং ১৬ বছর বয়সী এক তরুণকে গুরুতর জখম করা হয়।
ডেমকিউ বলেন, কলব্যাক শিফটের ওপর নির্ভর করে পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হবে। অর্থাৎ, দায়িত্বে না থাকা কর্মকর্তাদের এক্ষেত্রে কাজে লাগানো হবে।
এই উদ্যোগের ব্যয় সম্পর্কে কিছু জানাননি পুলিশ প্রধান। চলমান ভিত্তিতে ব্যয়ের দিকে নজর রাখা হবে বলে জানান তিনি।
১২ হাজার ট্রানজিট কর্মীর প্রতিনিধিত্বকারী অ্যামালগামেটেড ট্রানজিট ইউনিয়ন অব কানাডার প্রেসিডেন্ট জন ডি নিনো বলেন, ট্রানজিট কর্মী ও টিটিসির যাত্রীদের লক্ষ্য করে সহিংসতা সংকটের পর্যায়ে পৌঁছে গেছে। এই অবস্তায় আমরা জাতীয় ট্রানজিট সেফটি টাস্কফোর্স গঠনের দাবি জানাচ্ছি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সহিংসতা বৃদ্ধি ক্রমেই সমস্যাপূর্ণ হয়ে উঠছে। এসব জখম গুরুতর হতে এবং জীবনহানী হওয়া শুরু হতে সময়ের অপেক্ষামাত্র। আমাদের কাজ করতে হবে এখনই, আগামীকাল নয়।
ডি নিনোর এই অনুরোধের প্রতি সমর্থন জানান টরন্টোর মেয়র জন টরি। সেই সঙ্গে এ-ও বলেন, উদ্বেগের সময় টিটিসিতে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন সঠিক কাজ। এর পরিপূরক হিসেবে আরও পদক্ষেপ আসবে, যা আমি জানুয়ারির গোড়ার দিকে বাজেটের অংশ হিসেবে ঘোষণা দিয়েছি। আমার বিশ^াস এটা অনুমোদন পাবে। টিটিসি স্পেশাল কনস্টেবলের সংখ্যা ৫০ জন বৃদ্ধি এবং টিটিসিতে হাউজিং আউটরিচ কর্মীর সংখ্যা বৃদ্ধি এর মধ্যে অন্যতম।