বাংলাদেশী কানাডিয়ান ক্লাব এর নিয়মিত মাসিক সভা ড্যানফোর্থ আল মানি রেস্টুরেন্টে গত ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ক্লাব সভাপতি মঈন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী কামরুল হাসান সাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । সভার শুরুতে ক্লাবের ডিরেক্টর, সুনামগঞ্জ এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি আতাউর রহমান ক্লাব সভাপতি মঈন চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানান বিগত দিনে টরন্টো সিটি কর্পোরেশন আয়োজিত বাজেট সেশন অনুষ্ঠানে চমৎকার বক্তব্য উপস্হাপন করার জন্য ।
পরবর্তীতে ক্লাব ডিরেক্টর, জালালাবাদ এসোসিয়েশন এর কার্য নির্বাহী সভাপতি ফয়জুল চৌধুরী ভূমিহীন এক পরিবারকে আবাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করলে তা সর্বসম্মতি পাশ হয় এবং এই প্রজেক্টের কনভেনার হিসাবে ফয়জুর চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয় । ক্লাব ডিরেক্টর ও বাংলাদেশ এসোসিয়েশন এর সেক্রেটারি আ ন ম ইউসুফ আসন্ন ইদুল ফিতরে রোযাদারদের পুরা মাসের খাবারের প্যাকেজ সরবরাহের প্রজেক্ট উপস্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহিত হয়। পরবর্তী মাসে কার্যক্রম শুরু করার প্রস্তাব পাশ হয এবং কনভেনর হিসাবে দায়িত্ব প্রদান করা হয় আ ন ম ইউসুফকে । পরবর্তী পর্যায়ে ক্লাব সেক্রেটারী আমাদের আগামী প্রজন্মের পিছিয়ে পড়া ছাত্র/ছাত্রীদের নিয়ে প্রতি শনিবার স্প্যাশাল কোচিং ক্লাস চালু করার প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আমাদের ক্লাবের ডিরেক্টর প্রফেসর আতাউর রহমান কমপক্ষে মাসে একদিন ফ্রি ক্লাস নিবেন বলে সভায় অবহিত করেন ।
প্রজেক্ট বাস্তবায়নের জন্য আ ন ম ইউসুফ ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান কামিল হোসেন পিএইচ,এফ কে দায়িত্ব প্রদান করা হয়। একটি বড় প্রজেক্টের রুপরেখা ও ফিজিবিলিটি ষ্ট্যাডি সহ আনুসাঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট প্রফেসর মুহাম্মদ মাসুক মিয়া ক্লাব ডাইরেক্টর প্রফেসর আতাউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয় । ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন দের প্রস্তাবে মাসের শেষ সোমবারে ক্লাবের নিয়মিত মাসিক সভা ধানসিড়ি রেষ্টুরেন্ট ড্যানফোর্থ সন্ধ্যা ৭টায় করার সিদ্বান্ত গৃহীত হয়।
সভায় ক্লাবের মেম্বারশীপ ফি ১০০ ডলার, লাইফ মেম্বার ২০০০ কানাডিয়ান ডলার নির্ধারণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আশিকুজ্জামান, ডাইরেক্টর তাহমিনা চৌধুরী, ডাইরেক্টর জুনায়েদ আহমদ, হোসেন আহমদ, কবির আহমদ প্রমুখ। সভা শেষে মরহুম সাইফুল আলম খান সহ সদ্য মৃত্যু বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ক্লাব সভাপতি মঈন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।