
কোভিড-১৯ এর কারণে অনিষ্পন্ন অস্ত্রোপচার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফোর্ড সরকার। এর ফলে হাসপাতাল কর্মীর স্বল্পতা প্রকট হবে বলে অন্টারিওর নিয়ন্ত্রক সংস্থার চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন।
প্রিমিয়ার ডগ ফোর্ডের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সতর্কতা উচ্চারণ করেছে কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অব অন্টারিও। ডগ ফোর্ড সাংবাদিকদের বলেন, হাসপাতালের ওপর চাপ কমাতে প্রদেশের স্বাধীন সেন্টারের প্রয়োজন।
যদিও ফোর্ড জোর দিয়ে বলেননি যে, এসব সেন্টার হাসপাতালের সম্পদ সরিয়ে নেবে না। কারণ, অবসর সময়ে থাকা একই চিকিৎসকদের দ্বারা এগুলো পরিচালিত হবে।
যদিও কলেজের রেজিস্ট্রার ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ন্যান্সি হুইটমোর এক বিবৃতিতে বলেছেন, বেসরকারি সার্জিক্যাল সেন্টারের যেকোনো ধরনের ব্যবহার বৃদ্ধি হাসপাতালগুলোকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে। এরই মধ্যে এসব হাসপাতাল রোগী বেড়ে যাওয়ায় তা সামাল দিতে হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, অনেক বছর আগে আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল এবং আমরা এই মতামত দিয়েছিলাম যে, একক সার্জিক্যাল সেন্টার হাসপাতাল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হওয়া প্রয়োজন, যাতে করে সেবা ও রোগীর অব্যাহত নিরাপত্তা নিশ্চিত হয়। এটা যে স্বাস্থ্যসেবার সংকটের সমাধান নয় এবং স্বাস্থ্যখাতে আমাদের কর্মী সংকট আরও বাড়িয়ে দেবে সেই মতামতও আমরা তুলে ধরেছিলাম। একই সঙ্গে হাসপাতালভিত্তিক জরুরি সেবা পেতে অপেক্ষমাণ সময়ও বেড়ে যাবে এর ফলে। সাম্প্রতিক সময়ের আলোচনায় আমরা সম্পৃক্ত নই এবং এ ব্যাপারে যে ঘোষণা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে সে ব্যাপারেও আমরা অবগত নই।
অন্টারিওতে বর্তমানে বেসরকারিভাবে ১৩টি সার্জিক্যাল সেন্টার পরিচালিত হচ্ছে এবং ডগ ফোর্ড দাবি করেছেন, হাসপাতালের ওপর থেকে চাপ কমাতে মডেলটি আগে থেকেই কাজে আসছে। তবে প্রদেশ বাড়তি সেন্টার চালু করতে যাচ্ছে কিনা সে ব্যাপারে কিছু বলেননি তিনি। কিন্তু সরকারের একাধিক জ্যেষ্ঠ সূত্র দ্য কানাডিয়ান প্রেসকে জানিয়েছেন, ছানি, হাঁটু ও হিপ প্রতিস্থাপনের জন্য অন্টারিও লাভজনক বেসরকারি ক্লিনিকের দিকে ঝুঁকছে। প্রদেশে অনিষ্পন্ন অস্ত্রোপচার কমাতেই এ উদ্যোগ।
সূত্রগুলো বলছে, প্রথম পর্যায়ে লক্ষ্য হচ্ছে বিদ্যমান বেসরকারি ক্লিনিকের সক্ষমতা বাড়িয়ে ছানির অস্ত্রোপচার বৃদ্ধি করা। দ্বিতীয় পর্যায়ে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো অপেক্ষাকৃত কম জটিল অর্থোপেডিক সার্জারি দিকে মনোযোগ দেওয়া হবে। এগুলো নতুন অথবা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেই করা হবে।
এদিকে অন্টারিও নার্সেস অ্যাসোসিয়েশন বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের ব্যবহার বৃদ্ধির বিরোধিতা করে জানিয়েছে, এ ধরনের সম্প্রসারণে কেবল বিনিয়োগকারীদের পকেটই ভরবে। এর বেশি কিছু হবে না।