
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি টরন্টোর রেড হট তন্দুরি রেস্টুরেন্টে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব চৌধুরী রনি। আরো উপস্হিত ছিলেন দেবব্রত দে তমাল। সভায় উপস্হিত সদস্যরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, প্রাক নির্বাচনী প্রচারনা এবং নির্বাচনের দিন সর্বোচ্চ ভোটারের সমাগম নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় এসব বিষয়ে বক্তারা নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। অধিকাংশ বক্তাই অবাধ ও নিরপক্ষ নির্বাচনের লক্ষে নিবার্চন কমিশনকে সর্বাত্মক সহযোগীতা করার পক্ষে মতামত দিয়েছেন এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যক্তিগত পর্যায়ে
গণসংযোগের পাশাপাশি সোস্যাল মিডিয়ায় প্রচারণার প্রয়োজনীয়তাও বক্তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়। সভায় আলোচনার প্রেক্ষিতে নিম্নলিখিত ৩১ সদস্যের নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।
১. লায়েক চৌধুরী
২. রাফে চৌধুরী
৩. জাভেদ চৌধুরী
৪. রাহি রহমান
৫. সুদীপ সোম রিঙ্কু
৬. আব্দুল জব্বার
৭. মকবুল হোসেইন মন্জু
৮. আহমেদ হোসেন লনি
৯. স্বর্নালী মুক্তা
১০. ফারুক আহমেদ
১১. মইন চৌধুরী
১২. রাসেল আহমেদ
১৩. আসজাদ বখত চৌধুরী
১৪. হাবিবুর রহমান চৌধুরী
১৫. ইলিয়াস খান
১৬. মির্জা রিফ্ ফাত নূয়েরীন
১৭. জাহানারা নাসিমা
১৮. হাসান তারেক ইমাম
১৯.তাহমিনা চৌধুরী
২০. মেহেদি চৌধুরী
২১. আলী হোসেন
২২. আব্দুস সালাম
২৩. জুয়েল আহমেদ
২৪. নাহিদ আহমেদ
২৫. মনসুর আহমেদ
২৬. কাশেম জয়
২৭. এজাজ চৌধুরী
২৮. আবু জহীর সাকীব
২৯. কামরুল ইসলাম
৩০. তাফাসীন চৌধুরী
৩১. মেহেদি শরীফ মারুফ
সংবাদ বিজ্ঞপ্তি ।