শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
13.5 C
Toronto

Latest Posts

রক্ত ও প্লাজমাদাতা প্রয়োজন ব্লাড সার্ভিসেসের

- Advertisement -
কানাডিয়ান ব্লাড সার্ভিসেস বলেছে, ১ হাজার ৫০০ জনের কাছ থেকে রক্ত ও প্লাজমা নেওয়া যায়নি, যা প্রাক্কলিত মোট দাতার প্রায় ১০ শতাংশ

দেশজুড়ে কয়েকদিনের ঝড়ো আবহাওয়ার কারণে রক্ত ও প্লাজমার বড় ধরনের ঘাটতিতে পড়েছে কানাডিয়ান ব্লাড সার্ভিসেস। গত সপ্তাহের শেষ দিকে ব্রিটিশ কলাম্বিয়া ও পূর্ব কানাডার অধিকাংশ অঞ্চলে তীব্র বাতাস ও তুষারপাত শুরু হয়, যার ফলে রাস্তা বন্ধ হয়ে ভ্রমণে বিঘœ ঘটে। প্রেইরিজুড়ে তীব্র ঠান্ডা লোকজনকে ঘরবন্দি থাকতে বাধ্য করছে এবং আরও কয়েকদিন তুষারপাত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় কানাডিয়ান ব্লাড সার্ভিসেস বলেছে, ১ হাজার ৫০০ জনের কাছ থেকে রক্ত ও প্লাজমা নেওয়া যায়নি, যা প্রাক্কলিত মোট দাতার প্রায় ১০ শতাংশ।
সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, বর্তমানে আমাদের হাতে বিভিন্ন গ্রুপের তিন থেকে চারদিনের রক্ত মজুদ আছে। যদিও পাঁচ থেকে আটদিনের জন্য তাজা রক্তের মজুদ থাকাটা আদর্শ।
ক্যান্সারের চিকিৎসা নেওয়া রোগীদের জরুরিভিত্তিতে প্লাটিলেটের প্রয়োজন। সেই সঙ্গে সার্বজনীন দাতা ও নেগেটিভ রক্তদাতাদের প্রয়োজন নবজাতক ও জরুরি রোগীদের জন্য।

- Advertisement -

শীত দীর্ঘায়িত হওয়ায় খারাপ আবহাওয়া লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। অন্যদিকে গাড়ি দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনা বেড়ে যাওয়ায় রক্তের চাহিদা বৃদ্ধি পেতে পারে।

কানাডিয়ান ব্লাড সার্ভিসেস বলছে, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে তারা প্রায় ৩১ হাজার রক্তদাতাকে হারিয়েছে। অক্টোবর থেকে জাতীয় রক্ত সরবরাহ ৩৫ শতাংশেল বেশি হ্রাস পেয়েছে। দাতাভিত্তি এখন এক দশকের মধ্যে সর্বনি¤œ এবং এটা টেকসই নয়।

লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আহ্বান জানিয়ে প্রিনজেন বলেন, আমরা এ থেকে বেরিয়ে আসতে পারি এবং আসবো। রোগীদের রক্ত ও প্লাজমা দান নিশ্চিত করা অন্যদের সাহায্যেরই অংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.