শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
13.5 C
Toronto

Latest Posts

ফিলিপ মরিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো মেডিকাগো

- Advertisement -

ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মেডিকাগো ইনকরপোরেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কানাডিয়ান কোম্পানিটির কোভিড-১৯ ভ্যাকসিন প্রত্যাখ্যান করার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা। অলাভজনক তামাক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এএসএইচ কানাডা এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -

বিশ্বের প্রথম প্ল্যান্টভিত্তিক কোভিড-১৯ ভ্যাকসিন কোভিফেঞ্জ যৌথভাবে উৎপাদন করেছে মিৎসুবিশি কেমিক্যালের মালিকানাধীন মেডিকাগো, ফিলিপ মরিস ও গ্ল্যাক্সো। কানাডিয়ান সরকার এজন্য ১৭ কোটি ৩০ লাখ ডলার অর্থায়ন করেছে।

এএসএইচ কানাডার নির্বাহী পরিচালক লেস হাজেন এক বিবৃতিতে বলেছে, তামাক কোম্পানি, ভ্যাকসিন ও সরকারের জোট হতে পারেনা এবং মেডিকাগোর যৌথ উদ্যোগ থেকে ফিলিপ মরিসকে বাদ দেওয়াকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তামাক কোম্পানির সঙ্গে এই অনৈতিক ও বিব্রতকর সহযোগিতা থেকে কানাডিয়ান সরকারের সরে আসাটা আমাদের জন্য স্বস্তির।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.