রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩
14.1 C
Toronto

Latest Posts

বয়স্কদের কোরআন শিক্ষা

- Advertisement -
গত ১০ ডিসেম্বর শনিবার, টরন্টোর ভিক্টোরিয়া পার্ক এবং সেন্ট ক্লিয়ারে ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা তথা মসজিদ আল-আবেদীনে টরন্টো শহরের বহুসংখ্যক কোরআনের হাফেজ, মাওলানা,ইমাম ও মুসল্লীগণের উপস্থিতিতে হয়ে গেলো মনোমুগ্ধকর পরিবেশে কোরআন নাইট

শিক্ষার কোন বয়স নেই। গত ১০ ডিসেম্বর শনিবার, টরন্টোর ভিক্টোরিয়া পার্ক এবং সেন্ট ক্লিয়ারে ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা তথা মসজিদ আল-আবেদীনে টরন্টো শহরের বহুসংখ্যক কোরআনের হাফেজ, মাওলানা,ইমাম ও মুসল্লীগণের উপস্থিতিতে হয়ে গেলো মনোমুগ্ধকর পরিবেশে কোরআন নাইট।

কোরআন অবতীর্ণ হয়েছে মানুষকে শিক্ষা দেয়ার জন্য, আর এ শিক্ষার জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, একজন মুসলমানের তথা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই হচ্ছে শিক্ষার।
এমনি এক কোরআন শিক্ষার উদ্যোগ নিয়েছেন ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা তথা মসজিদ আল-আবেদীনের উদ্যোক্তা মুফতী আসলামুদ্দিন আল-আযহারী।

- Advertisement -

মুফতী সাহেবের উদ্যোগে টরন্টোতে অবস্থানরত বেশ কিছু বয়স্ক সুধীজন, যাদের মধ্যে অনেকেই আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটিতে কমর্রত ব্যাক্তিবর্গ , ট্যাক্সি ড্রাইভার এবং বড় কোম্পানির সাথে সংস্লিষ্ট সহ বিভিন্ন পেশার মানুষ ।
উপস্থিত কোরআন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের কান্না জড়িত কন্ঠে বলেছেন “কোরআন শিক্ষার কোন বিকল্প নেই”। যদিও তাদের এই কান্না ছিল কোরআন শিক্ষার আনন্দের কান্না।

তাই আসুন আমরা সবাই কোরআন শিখি এবং কুরআনের আলোকে নিজের জীবন গড়ি। যদি জীবনকে সুন্দর এবং সুগঠিত করতে হয় তাহলে কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়মিত কোরআন শিক্ষার পাশাপাশি বয়স্কদের জন্য সাপ্তাহে দুই দিন সোম ও বুধবার কোরআন শিক্ষার এই মহতী উদ্যোগ যিনি নিয়েছেন, মুফতি আসলামুদ্দিন আল-আযহারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল আন্তরিক দোয়া।
বিস্তারিত তথ্য জানতে www.irccan.com এ ক্লিক করুন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.